দুয়ারে রেশন প্রকল্প বাস্তবে সম্ভব নয়, ফের জানিয়ে দিলেন রেশন ডিলাররা

দুয়ারে রেশন প্রকল্প বাস্তবে সম্ভব নয়, ফের জানিয়ে দিলেন রেশন ডিলাররা
27 Nov 2022, 01:26 PM

দুয়ারে রেশন প্রকল্প বাস্তবে সম্ভব নয়, ফের জানিয়ে দিলেন রেশন ডিলাররা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘দুয়ারে রেশন’ প্রকল্প বাস্তবে চালু করা সম্ভব নয়। ফের জোরের সঙ্গে তা জানিয়ে দিল রেশন ডিলারদের  সর্বভারতীয় সংগঠন। যা নিয়ে আপাতত সুপ্রিম কোর্টে মামলাও চলছে। এরই মধ্যে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেছেন, দুয়ারে রেশন সরকার চালু করবেই। এরপরই মুখে খুলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ অ্যান্ড রেশন ডিলার্স ফেডারেশন।

সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প কোনও ভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। এর পিছনে বাস্তবিক একাধিক সমস্যা রয়েছে। সেই সব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি। হাইকোর্টে মামলা করেছিলেন কয়েকজন রেশন ডিলার । হাইকোর্ট সরকারের পক্ষে রায় দিয়েছে। এরপর ডিলারদের তরফে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা করা হয়েছে। প্রশ্ন হল, দুয়ারে রেশন দিতে সমস্যা কোথায়? রেশন ডিলারদের দাবি, মুখ্যমন্ত্রীর স্বপ্নের 'দুয়ারে রেশন' প্রকল্প চালু করা এবং তা চালিয়ে নিয়ে যাওয়ার মতো পরিকাঠামো শুধু পশ্চিমবঙ্গ কেন দেশের কোনও রাজ্যেই নেই। এই প্রকল্পের জন্য যে সংখ্যায় কর্মী প্রয়োজন তা রেশন ডিলারদের কাছে নেই। যেদিন দরজায় গিয়ে রেশনের সামগ্রী দেওয়া হবে, সেদিন দোকান বন্ধ রাখতে হবে। সেক্ষেত্রে অনেক গ্রাহকই সামগ্রী পাবে না।

এখানেই শেষ নয়, সমস্যা আরও আছে। রেশন দুয়ারে পৌঁছ দিতে গাড়ি কেনার জন্য রাজ্য সরকার যে টাকা দিচ্ছে তা পর্যাপ্ত নয় বলেও রেশন ডিলারদের অভিযোগ। তার ওপর গাড়ি কেনা হলেও তা কোথায় রাখা হবে সেটা একটা সমস্যা। সবার ওপর জাতীয় খাদ্য সুরক্ষা  বা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী, রেশনের সামগ্রী এভাবে দোকানের বাইরে বের করা সম্ভব নয়। এই আবহে আপাতত রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে রেশন ডিলারদের এই অনমনীয় মনোভাব সমস্যা আরও বাড়িয়েছে। সবমিলিয়ে দুয়ারে রেশন আপাতত বিশ বাঁও জলে বলাই যায়। রেশন ডিলারদের দাবি তাঁরা বাস্তবটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও দিয়েছেন।

Mailing List