দুয়ারে সরকারে যাওয়া নয়, দাবি আদায়ে পথ অবরোধ করে কুড়মি সমাজের ঘাঘরঘেরা কর্মসূচি, স্তব্ধ জঙ্গলমহলের জনজীবন

দুয়ারে সরকারে যাওয়া নয়, দাবি আদায়ে পথ অবরোধ করে কুড়মি সমাজের ঘাঘরঘেরা কর্মসূচি, স্তব্ধ জঙ্গলমহলের জনজীবন
01 Apr 2023, 09:15 PM

দুয়ারে সরকারে যাওয়া নয়, দাবি আদায়ে পথ অবরোধ করে কুড়মি সমাজের ঘাঘরঘেরা কর্মসূচি, স্তব্ধ জঙ্গলমহলের জনজীবন

 

অদ্রিজা বেরা, ঝাড়গ্রাম

 

যখন পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে তখন জঙ্গলমহলেও উত্তাপ বাড়ছে। শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার শিবির, আর সেই দিনই জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে কুড়মি সমাজের ডাকে পথ অবরোধ করে ঘাঘর ঘেরা কর্মসূচি। যার ফলে জঙ্গলমহল জুড়ে উত্তাপ ক্রমশ বেড়েই চলছে। কুড়মি সমাজের ডাকে পথ অবরোধ করে ঘাঘরঘেরা কর্মসুচির  ফলে শনিবার জঙ্গলমহল কার্যত স্তব্ধ হয়ে পড়ে ।  কুড়মি সমাজের পথ অবরোধ এর ফলে  রাস্তায় কোন যানবাহন চলাচল করেনি। বিভিন্ন রাস্তায় সারিবদ্ধ ভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তবে কুড়মি সমাজের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে ঘাঘর ঘেরা কর্মসূচি পালন করা হলেও ছ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়নি। সেই সঙ্গে রেল পরিষেবা ও শনিবার স্বাভাবিক ছিল। যখন ঝাড়গ্রাম শহরে একদিকে শুরু হয়েছে ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার শিবির আর ঠিক সেই দিনই ঝাড়গ্রাম শহরের সারদা পীঠ মোড়ে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে ঘাঘর ঘেরা কর্মসূচি শুরু করে কুড়মি সমাজ।

দুয়ারে সরকার শিবির নিয়ে কটাক্ষ করলেন আদিবাসী জনজাতি  কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো। তিনি বলেন, দুয়ারে সরকার শিবিরের প্রয়োজন নেই। অফিসাররা ঠিকমতো যদি অফিসে কাজ করেন তাহলে  দুয়ারে সরকার শিবির এর দরকার কি।  আসলে লোক দেখানো ছাড়া অন্য কিছু নয়। দুয়ারে সরকার শিবির করে কোন লাভ হবে না। মানুষের আসু সমস্যার সমাধান করতে হবে । অফিসে গেলে একটা কাজ করাতে দিনের পর দিন ঘুরতে হয়। তাই তিনি বলেন অফিসে গিয়ে ঠিক মতো কাজ করলে আজকে দুয়ারে সরকার শিবিরের প্রয়োজন হতো না। আর এই দুয়ারে সরকার শিবির করে শুধু জনগণকে বিভ্রান্ত করা ছাড়া অন্য কিছুই নয়। সেই সঙ্গে তিনি বলেন কুড়মি সম্প্রদায়কে এসটি হিসেবে স্বীকৃতি দিতে হবে, কুড়মি জাতির মর্যাদার ও আত্মপরিচয়ের দাবি নিয়ে এই ঘাঘর ঘেরা কর্মসূচি শুরু হয়েছে। তাদের দাবি না মেটা পর্যন্ত ঘাঘর ঘেরা কর্মসূচি আন্দোলন চলবে বলে তিনি জানান।

Mailing List