পদ্ধতি ভুল স্যালাইনের, প্রাণ বাঁচাতে হাত কাটা গেল মহিলার

পদ্ধতি ভুল স্যালাইনের, প্রাণ বাঁচাতে হাত কাটা গেল মহিলার
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ হাতে ভুল জায়গায় ক্যানুলা লাগানোর কারণে দুই মহিলার গ্যাংগ্রিন রোগ হয়েছিল। তাঁদের হাত কালো হয়ে শুকিয়ে যেতে থাকে। মহিলাদের জীবন বাঁচাতে দিল্লীর সফদরজং হাসপাতালের চিকিৎসকদের শেষ পর্যন্ত বাধ্য হন হাত কেটে ফেলে দিতে।
ঘটনা চার সপ্তাহ আগের, ২৬ বছর বয়সী মহিলা একটি হাসপাতালে এক সন্তানের জন্ম দেন। সেই সময়, তাঁকে ওষুধ দেওয়ার জন্য তাঁর হাতে স্যালাইনের ক্যানুলা আটকানো হয়েছিল, যা রক্তনালীতে ভুল জায়গায় ঢোকানো হয়।
এর পরে তাঁর হাতে গ্যাংগ্রিনের কারণে রক্ত চলাচল ব্যাহত হয় এবং হাত কালো হতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, মনোযোগ দিয়ে এই কাজটি করা হলে ওই মহিলার হাত কাটা যেত না। এরকম আরও একটি ঘটনায় চিকিৎসকদের আর এক মহিলার হাত কেটে ফেলতে হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, গর্ভবতী মহিলাদের ইনজেকশন দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ থাকা খুবই জরুরি। এসব ক্ষেত্রে কনুইয়ের কাছে ক্যানুলা ঢোকানোর কারণে নারীদের হাতে রক্ত প্রবাহের অভাবেই গ্যাংগ্রিন হয়। এক্ষেত্রে, সতর্ক থাকতেই হবে।
গ্যাংগ্রিন একটি ভয়ানক এবং প্রাণঘাতী রোগ। এটি প্রধানত শরীরে সঠিক রক্ত প্রবাহ না হওয়ার কারণে হয়। রক্ত প্রবাহ ও রক্তচাপ কমে যাওয়ার কারণে শরীরের একটি নির্দিষ্ট অংশের টিস্যু পচে যায় বা শুকিয়ে যেতে শুরু করে। এর ফলে মানুষকে প্রাণও হারাতে হয়।


