জায়ান্ট ইন্ডিয়ান রোস্টার নামে খ্যাত এই মোরগের দাম প্রায় ৪ লাখ ৩৮ হাজার টাকা।

জায়ান্ট ইন্ডিয়ান রোস্টার নামে খ্যাত এই মোরগের দাম প্রায় ৪ লাখ ৩৮ হাজার টাকা।
20 Sep 2023, 03:00 PM

Brazil: জানেন কি 'জায়ান্ট ইন্ডিয়ান রোস্টার' নামে এই মোরগের দাম ?‌

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ শুধু ফুটবল নয়, আরও বিশেষ ধরনের মোরগের জন্যও বিখ্যাত ব্রাজিল। জায়ান্ট ইন্ডিয়ান রোস্টার নামে খ্যাত এই মোরগের দাম প্রায় ৪ লাখ ৩৮ হাজার টাকা। ‘জায়ান্ট ইন্ডিয়ান উরুবু ক্যানেলা আমারেলা’(Jiant Indian urubu canela amarela) জাতের বিশাল মোরগের খামারটি তৈরি করেছেন রুবেল ব্রাজ নামে এক কৃষিবিদ।
গোইয়াস রাজ্যে রয়েছে ব্রাজের খামার। সূত্রের খবর, এই প্রজাতির মোরগ প্রায় ৪ ফুট পর্যন্ত লম্বা হয়। রুবেল ব্রাজের খামারের নাম আভিকুলতুরা জিগান্তে। প্রায় ২০ বছর আগে তিনি খামারে এই বিশেষ ধরনের মোরগ প্রজননের চিন্তা শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই খামারটি জনপ্রিয়তা লাভ করে। আর এই খামারে একসঙ্গে ৩০০টি মোরগ রাখা যেতে পারে। তবে তাঁর কথায়, শখের বশেই তিনি এই মুরগির খামার তৈরি করেছেন।

Mailing List