আওয়ামি লিগকে সরানোর মতো শক্তির এখনও জন্ম হয়নি, হুঁশিয়ারি শেখ হাসিনার

আওয়ামি লিগকে সরানোর মতো শক্তির এখনও জন্ম হয়নি, হুঁশিয়ারি শেখ হাসিনার
আনফোল্ড বাংলা প্রতিবেদন: আওয়ামি লিগের সরকারকে উৎখাত করতে পারে এমন কোনও শক্তির এখনও জন্ম হয়নি। এই ভাষাতেই বুধবার বিরোধীদের হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ঢাকায় জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে আক্রমণাত্মক ঢঙয়ে হাসিনা বলেন, কারও পকেট থেকে আওয়ামি লিগের জন্ম হয়নি। আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউল হক, এরশাদ-সহ অনেকেই আওয়ামি লিগকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। এখনও কেউ পারবে না।
সূত্রের খবর, আগামী এপ্রিল মাসে জাপান সফরে যাচ্ছেন শেখ হাসিনা। সংসদের অন্যতম বিরোধী দল জাতীয় পার্টির ফকরুল ইমামের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী হাসিনা বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগে মূল্যস্ফীতির প্রভাব হ্রাস পাওয়ায় বাজারে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের দাম উর্ধ্বমুখী। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে তালমিল রেখে বাংলাদেশেও জ্বালানি তেলের দামে পরিবর্তন করতে হয়েছে। তিনি দাবি করেন, মূদ্রাস্ফীতির আঁচ যাতে গরিব ও নিম্নবিত্তদের ওপর না পড়ে তার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়িত করছে বাংলাদেশ সরকার। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ডিজেলের চড়া দামের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দৈনিক প্রায় ৩ কোটি টাকা লোকসান হচ্ছে। ফলে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। এর জন্য সরকারকে সমস্যা পড়তে হচ্ছে। কিন্তু আম জনতার কথা ভেবে সে কাজ করে চলেছে আওয়ামি লিগ সরকার। পরিস্থিতির মোকাবিলায় একাধিক ক্ষেত্রে সরকারি ব্যয়ও কমানো হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।


