বৈচিত্রের শক্তি আরাধনা হাওড়া ও হুগলির সীমান্ত দুই গ্রামে

বৈচিত্রের শক্তি আরাধনা হাওড়া ও হুগলির সীমান্ত দুই গ্রামে
সুলেখা চক্রবর্তী, হাওড়া
বৈচিত্রের শক্তি আরাধনায় মাতোয়ারা হাওড়া ও হুগলির প্রান্তিক দুই গ্রাম। জানা গিয়েছে, ফি বছর এই দুই গ্রামে এমন দুটি কালী পুজো হয়, যা তান্ত্রিক মতে। শুধু তাই নয়, জড়িয়ে রয়েছে রামমোহন রায়ের নামও। হাওড়া ও হুগলির প্রান্তিক এলাকা ঝিকিরা গ্রামের কালী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসে আধুনিক মানব বলে পরিচিত রামমোহন রায়ের নাম।
স্থানীয়রা জানিয়েছেন, হুগলির রাধানগরের বাসিন্দা ছিলেন রামমোহন রায়। তাঁর পরিবার ছিল সাত্বিক ব্রাহ্মন। এই পরিবারের পুরোহিত হিসাবে নিযুক্ত ছিলেন আগমবাগীশ পরিবার। সেই পরিবারের পুরোহিতরাই বংশ পরম্পরায় তান্ত্রিক মতে পুজো করে আসছেন ঝিকিরার ৩২৩ বছরের প্রাচীন রক্ষাকালীর। কালী পুজো বাংলার তারিখ ধরে হলেও এটি ইংরাজী মাস ধরে হয়। ফি বছর এপ্রিল মাসের প্রথম শনিবার হয় বলে জানা গিয়েছে। আর যাকে ঘিরে হাজার হাজার মানুষের সমাগম হয়।
পাশাপাশি শিবগাছিয়া গ্রামের কালী প্রতিমাও বৈচিত্র্যময়। চতুর্ভূজা দেবী এখানে। ব্যাঘ্র চর্ম পরিহিতা। দেবীর ডান হাতে তাল পাতার তলোয়ার। যথারীতি বাম হাতে খড়্গ। অন্য হাত গুলিতে কাটা মুন্ড ও পান পাত্র। শুধু তাই নয়, এখানে বাহন সিংহ । এখানেও হাজারো মানুষ সমবেত হয়েছেন শনিবার।


