দাউদাউ করে জ্বলছে থানা, নাবালিকা খুনের অভিযোগে উত্তাল কালিয়াগঞ্জ

দাউদাউ করে জ্বলছে থানা, নাবালিকা খুনের অভিযোগে উত্তাল কালিয়াগঞ্জ
25 Apr 2023, 07:10 PM

দাউদাউ করে জ্বলছে থানা, নাবালিকা খুনের অভিযোগে উত্তাল কালিয়াগঞ্জ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে ক’দিন ধরেই উত্তাল রাজ্য। এবার তা আরও বড় আকার ধারণ করল। সেই অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বাধল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। অভিযোগ, আন্দোলনকারীরা থানায় ও আশপাশে থাকা গাড়িতে আগুন লাগিয়ে জেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। কিন্তু তাতে বিক্ষোভ আয়ত্তে আনা যায়নি। রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এল‌াকা। পুলিশের পাশাপাশি বেশ কয়েকজন আন্দোলনকারীও জখম হয়েছেন বলে সূত্রের খবর।

কালিয়াগঞ্জে এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল ক’দিন আগেই। যা নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনও ঘটনাস্থলে যায়। এমনকী, তা নিয়েও দু’পক্ষের মধ্যে শুরু হয় বিতর্ক। এই ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জে থানা অভিযানের ডাক দিয়েছিল রাজবংশী তফসিলি আদিবাসী সমন্বয় কমিটি। থানা অভিযানের সময় পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের রোখার চেষ্টা করে। কিন্তু তখনই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। সূত্রের খবর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইঁট-পাথর ছোড়ে। আবার পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে। তারপরই থানায় আগুন লাগানোর ঘটনা ঘটে। ঘটনা ঘটে গাড়ি পোড়ানোর। পরিস্থিতি সামাল দিতে আরও প্রচুর বাহিনী পাঠানো হচ্ছে ঘটনাস্থলে। ঘটনাস্থলে গিয়েছেন পদস্থ পুলিশ আধিকারিকরা।

 

Mailing List