পুলিশ ঢুকেছিল বাপ ব্যাটার কথাতেই!! মুখ্যমন্ত্রীর কথায় নতুন নন্দীগ্রাম বিতর্ক

পুলিশ ঢুকেছিল বাপ ব্যাটার কথাতেই!! মুখ্যমন্ত্রীর কথায় নতুন নন্দীগ্রাম বিতর্ক
29 Mar 2021, 08:47 PM

পুলিশ ঢুকেছিল বাপ ব্যাটার কথাতেই!! মুখ্যমন্ত্রীর কথায় নতুন নন্দীগ্রাম বিতর্ক

 

নন্দীগ্রাম আন্দোলনের সময় চটি পরা পুলিশের তত্ত্ব উঠে এসেছিল তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। অভিযোগ উঠেছিল, সিপিএম নেতারা চটি ও পুলিশের পোশাক পরে পুলিশের সঙ্গে নন্দীগ্রামে হত্যালীলা চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। যে নন্দীগ্রাম নিয়ে সে সময় শুধু রাজ্য রাজনীতি নয়, সর্বভারতীয় রাজনীতিও তোলপাড় হয়েছিল।

 

আবারও নন্দীগ্রাম নিয়ে তোলপাড় হল রাজ্য রাজনীতি। তা হল, ঠিক প্রথম দফা ভোটের পর। দ্বিতীয় দফা ভোটের আগে। দ্বিতীয় দফাতেই নন্দীগ্রামের ভোট। তারই প্রচারে নন্দীগ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী তথা এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বললেন, নন্দীগ্রামে সে সময় পুলিশ ঢুকেছিল বাপ ব্যাটার কথাতেই। অর্থাৎ তিনি ইঙ্গিত করলেন শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীকে। তিনি সাফ জানালেন, ‘‘বাপ ব্যাটার অনুমতি ছাড়া পুলিশ সেদিন নন্দীগ্রামে ঢুকতে পারত না।’’

এবারের ভোটেও কেন্দ্রীয় বাহিনীর পোশাক কেনা হয়েছে বলেও অভিযোগ তুললেন তিনি। দলের কর্মীদের কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরিয়ে, বহিরাগতদের কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরিয়ে আবার ভোট লুটের চেষ্টা করা হবে বলেও আশঙ্কা প্রকাশ করলেন তিনি। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।

 

কারণ, এতদিন নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় অভিযোগের তির ছিল সিপিএমের দিকে, এবার তা ঘুরে গেল অধিকারী পরিবারের দিকে। মুখ্যমন্ত্রীর সুরেই তৃণমূল নেতারা বলছেন, সিপিএমের সঙ্গেও তখন অধিকারীদের নাকি ভালো সম্পর্ক ছিল। শিশির অধিকারীও পাল্টা তোপ দেগেছেন। এই ধরণের কথা বলা হলে তিনিও সব খুলে বলে দেবেন বলে হুঙ্কার দেন। সিপিএম অবশ্য, এই সময় হাসছে। সিপিএম নেতারা বলছেন, আগেই থেকেই তাঁরা বলে এসেছেন যে, এই ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে। এবার তা অনেকটাই পরিষ্কার হয়ে গেল।

Mailing List