বদলা নিতে জেলে বসেই খোদ বিধায়ককে খুনের ছক

বদলা নিতে জেলে বসেই খোদ বিধায়ককে খুনের ছক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: খুন করে পালাতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল তিন দূষ্কৃতী। বিধায়কের লোকজনই ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। তারপর হাজতবাস। সেই রাগেই জেলের মধ্যে বসে খোদ বিধায়ককে খুনের দুঃসাহসিক পরিকল্পনা দূষ্কৃতীদের। কিন্তু সেই ছক ফাঁস হয়ে গেল। আর তা ফাঁস হতেই পুলিশের দ্বারস্থ হলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ দাস।
অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় ক্যানিং থানার পুলিশ। পুলিশ সুত্রে খবর, কয়েক মাস আগে ক্যানিংয়ের মাতলা ২-এর গ্রাম পঞ্চায়েত সদস্য কমল মল্লিকের রহস্যজনক ভাবে গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়। দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করলেও ঘটনায় স্থানীয় তিন দুষ্কৃতীর বিরুদ্ধেই অভিযোগ ওঠে। ঘটনার পর পালানোর চেষ্টা করলে ওই তিন দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেয় বিধায়ক পরেশ দাসের অনুগামীরা। তখন থেকে তাদের টার্গেট বিধায়ক পরেশ দাস। কমল মল্লিককে খুনের অভিযোগে তিনজনই কিছুদিন জেলে ছিল। সেখানেই তারা আরও কয়েকজন দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে বিধায়ককে খুনের পরিকল্পনা করে। কিন্তু তখনকার মতো সে পরিকল্পনা ভেস্তে যায়। কিছুদিন পর জামিনে ছাড়া পায় তারা। ছাড়া পেলেও ক্যানিংয়ে না ফিরে ওড়িশায় চলে যায় দুষ্কৃতীরা। কিন্তু তাদের দলের একজন জেল থেকে বেরিয়ে গোটা পরিকল্পনার কথা বিধায়ককে জানিয়ে দেয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন বিধায়ক পরেশ দাস। জানা গিয়েছে, ওই তিন দুষ্কৃতী আপাতত ওড়িশার রয়েছে। বিধায়কের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানা, তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।



