রাস্তার ধারে ভোটার কার্ডের স্তুপ, কিভাবে কোথা থেকে চলে এলো, উত্তর খুঁজছে পুলিশ

রাস্তার ধারে ভোটার কার্ডের স্তুপ, কিভাবে কোথা থেকে চলে এলো, উত্তর খুঁজছে পুলিশ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তার ধার থেকে বহু ভোটার কার্ড উদ্ধার করা হলো। আর এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর মধ্যেই সমস্ত রাজনৈতিক দলের তরফে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচারকে একেবারে তুঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি। আবার পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজ্যের এদিকে ওদিকে বোমা গুলি চলার খবর পাওয়া যাচ্ছে। বাসন্তীতে কিছুদিন আগেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এক সপ্তাহ কাটেনি। যার ফলে এখনো এই এলাকা উত্তপ্ত রয়েছে। আর তার মধ্যে এদিন রাস্তার ধার থেকে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালবেলায় গ্রামবাসীরা রাস্তায় দেখেন রাস্তার ধারে প্রচুর ভোটার কার্ড পড়ে রয়েছে। যে এলাকায় রাস্তার ধারে ভোটার কার্ডগুলি পড়েছিল, প্রচুর মানুষ সেই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। কে বা কারা কখন এসে ভোটার কার্ডগুলি ফেলে দিয়েছে, সেই বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পুলিশ ঘটনার খবর পেয়েই গ্রামে পৌঁছে যায়। তারপর ভোটার কার্ডগুলি উদ্ধার করে। তবে জানা গিয়েছে, অধিকাংশ ভোটার কার্ড উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর, নৈহাটি, হালিশহর, বারাসাত, বসিরহাট এলাকার বাসিন্দাদের। সেখানকার ওই ভোটার কার্ডগুলি কিভাবে বাসন্তীতে চলে এলো, তা নিয়েই সকলে ধন্দে রয়েছেন। বিজেপির তরফে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত দাবি করা হয়েছে। বিজেপি নেতার কথায়, কিছুদিন আগেই এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে। তার মধ্যেই রাস্তার ধার থেকে কয়েকশ ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে। বিষয়টা একেবারে স্বাভাবিক নয়। ভোটের আগে এলাকায় দুষ্কৃতী ঢোকানোর চেষ্টা চলছে। জঙ্গী যোগের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে সামনেই পঞ্চায়েত ভোট। আর তার আগে রাস্তার ধার থেকে গুচ্ছগুচ্ছ ভোটার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।


