যৌনতায় হেরে যাচ্ছেন এ প্রজন্মের তরুণ তরুণীরা! এমনটাই দাবি সমীক্ষার

যৌনতায় হেরে যাচ্ছেন এ প্রজন্মের তরুণ তরুণীরা! এমনটাই দাবি সমীক্ষার
04 Jul 2023, 07:00 PM

যৌনতায় হেরে যাচ্ছেন এ প্রজন্মের তরুণ তরুণীরা! এমনটাই দাবি সমীক্ষার

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ যৌনতায় হেরে যাচ্ছেন এ প্রজন্মের তরুণ তরুণীরা। আগের প্রজন্ম ওই বয়সে যে হারে শরীরী খেলায় মাততেন সেই তুলনায় অনেক পিছিয়ে এখনকার তরুণ প্রজন্ম। এক সমীক্ষায় এমনটাই ধরা পড়ল।
গবেষকরা জানাচ্ছেন, তরুণ প্রজন্মের মধ্যে একদিকে বাড়ছে মদ্যপানের প্রবণতা। অন্যদিকে তাঁরা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন। কিন্তু তার চেয়েও বড় কথা, কম্পিউটার গেমস(computer games) ও সোশ্যাল মিডিয়ার নেশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁদের স্বাভাবিক যৌন জীবন। এই সমীক্ষা চালানো হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার তরুণদের নিয়ে। আর সেখানেই উঠে এসেছে এমন আশ্চর্য তথ্য।
পরিসংখ্যান বলছে, এমনিতে কোভিড-১৯(covid 19) অনেক হিসেবই পালটে দিয়েছে। লকডাউন ও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের ধাক্কায় ডেটিং হয়ে গিয়েছিল কঠিন ও ঝুঁকিপূর্ণ। কিন্তু তার আগে থেকেই তরুণ প্রজন্মের মধ্যে যৌন সম্পর্কে ভাটা দেখা যাচ্ছে। ২০১১ সালে ক্যালিফোর্নিয়ার ১৮-৩০ বছর বয়সিদের মধ্যে ২২ শতাংশ জানিয়েছিলেন গত ১২ মাসে তাঁদের কারও সঙ্গে যৌন সম্পর্ক হয়নি। ২০১৯ সালে তা বেড়ে হয় ২৯ শতাংশ। ২০২১ সালে অর্থাৎ বছর দুয়েকের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ শতাংশ! ‘ইউসিএলএ-স ক্যালিফোর্নিয়া হেলথ ইন্টারভিউ সার্ভে’র এক পরিসংখ্যান এমনই দাবি করেছে।

Mailing List