পাড়ার বচসা থামাতে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়লেন বৃদ্ধ, তারপরই মৃত্যু! হাওড়ার ঘটনায় চাঞ্চল্য

পাড়ার বচসা থামাতে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়লেন বৃদ্ধ, তারপরই মৃত্যু! হাওড়ার ঘটনায় চাঞ্চল্য
14 Jan 2023, 03:15 PM

পাড়ার বচসা থামাতে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়লেন বৃদ্ধ, তারপরই মৃত্যু! হাওড়ার ঘটনায় চাঞ্চল্য

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

পাড়ার বচসা থামাতে গিয়ে আকস্মিক মৃত্যু। হাওড়ার আচার্য্য জগদীশ চন্দ্র বোস থানা এলাকার শালিমার অঞ্চলের ভাড় পট্টি মিশ্র পাড়াতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম অবাদ কিশোর ওঝা (৫০)। তাঁর দেশের বাড়ি বিহারে বলেই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে।

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার একটি রাস্তার উপর ড্রেনের গর্ত কাটা ছিল। রাস্তার পাশেই একটি ছোট গলি রয়েছে। ওই গলি দিয়ে অনেক ছোট বাচ্চা যাতায়াত করে। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই ওই স্থানে একটি পাথর রাখা। শুক্রবার রাতে একটি টোটো চালক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরটি সরিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে টোটো চালকের সঙ্গে বচসা বাঁধে স্থানীয় এক চায়ের দোকানের মালিকের সঙ্গে। অভিযোগ, শনিবার সকালে ওই টোটো চালক দুটি টোটো ভর্তি বাইরের লোক নিয়ে এসে নতুন করে অশান্তি শুরু করে। এর মধ্যে তাদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায়। হাতাহাতি বন্ধ করতে ওই এলাকার বাসিন্দা জনৈক পন্ডিতজী হস্তক্ষেপ করেন। আচমকাই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে তার আঘাত লাগে ও মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ার পরই ওই টোটো চালক ও তার দলবল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরই স্থানীয় বাসিন্দারা আচার্য্য জগদীশ চন্দ্র বোস থানাতে খবর দেয়। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ওই টোটো চালকের খোঁজ শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই টোটো চালককে গ্রেফতার করে। শনিবার তাদের হাওড়া আদালতে পেশ করা হবে বলেই পুলিশ সূত্রে খবর। শনিবার সকালে এই ঘটনাতে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

Mailing List