মেদিনীপুর:বাড়ছে ডেঙ্গু আখ্রান্তের সংখ্যা, টানা একমাস বাড়তি নজরদারির সিদ্ধান্ত প্রশাসনের

মেদিনীপুর: বাড়ছে ডেঙ্গু আখ্রান্তের সংখ্যা, টানা একমাস বাড়তি নজরদারির সিদ্ধান্ত প্রশাসনের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তাই এবার বাড়তি নজরদারির ওপর জোর দিল জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলায় এখনও পর্যন্ত ৮৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুজনের। দু’জনই অবশ্য মেদিনীপুর শহরের বাসিন্দা। তাই এবার আগামী চার সপ্তাহ অর্থাৎ টানা একমাস ধরে বাড়তি নজরদারি চালানো হবে জেলাজুড়ে। সোমবার সাংবাদিক বৈঠক করে জেলা শাসক খুরশিদ আলি কাদরি বলেন, দুদিনের বেশি জ্বর থাকলেই রক্ত পরীক্ষা করতে হবে। এতে ভয়ের কিছু নেই। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করানো হচ্ছে। ডেঙ্গু রোগীদের সরকারি হাসাপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫১ টি বেড রয়েছে। সেখানে আজ ভর্তি রয়েছে ৩৫ জন। আরো কিছু বেড বাড়ানো হবে সেখানে। জেলা শহরে একটি বেসরকারি হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। কোয়াক ডাক্তার এর চিকিৎসায় থাকার পর বাড়াবাড়ি হতেই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল। ডেঙ্গু মোকাবিলার বিষয়ে জেলার স্বাস্থ্য দপ্তর, পুরসভা এবং গ্রাম পঞ্চায়েত গুলিতেও কি করনীয় তা জানিয়ে দেওয়া হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর ষড়ঙ্গী বলেন, মশারী ব্যবহার করুন। বাড়ির ভেতরেও কোনও পাত্রে যদি জল থাকে তা পরিষ্কার করুন। লাভা পাওয়া গেলে তা স্প্রে দিয়ে মারতে হবে। জেলায় ৯ লক্ষ গাপ্পি মাছ ছাড়া হয়েছিল। মশার লার্ভা মারতে আরো ৫-৬ লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে। মেদিনীপুর পুরসভা এলাকায় যে সব পুকুর রয়েছে সেই সব পুকুরও পরিষ্কার রাখতে বলা হয়েছে।


