বেলুড়ে নির্মীয়মান যোগ ও নেচারোপ্যাথি মেডিকেল কলেজের নতুন নাম ঘোষণা হল ‘যোগাশ্রী’

বেলুড়ে নির্মীয়মান যোগ ও নেচারোপ্যাথি মেডিকেল কলেজের নতুন নাম ঘোষণা হল ‘যোগাশ্রী’
আনফোল্ড বাংলা প্রতিবেদন: হাওড়ার বেলুড়ে নির্মীয়মান যোগ ও নেচারোপ্যাথি মেডিকেল কলেজের নতুন নাম ঘোষণা করা হল। পূর্ব ভারতের প্রথম ওই কলেজের নামকরণ করা হল ‘যোগাশ্রী’। রাজ্যপাল সিভি আনন্দ বোস ‘যোগাশ্রী’ নামকরণে সায় দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। পাশাপাশি এই কলেজ পরিচালনার জন্য ১০১টি নতুন পদ তৈরির কথা ঘোষণা করা হয়েছে।
অধ্যক্ষ, আরএমও, অধ্যাপক, সহকারী অধ্যাপক, ল্যাব টেকনিশিয়ান, ডেন্টিস্ট, ইএনটি সার্জন, জেনারেল ডিউটি অ্যাটেড্যান্ট-সহ বিভিন্ন পদে লোক নেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই বেলুড় যোগ কলেজের বহির্বিভাগ চালু হয়ে গিয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই কলেজে পড়ুয়া ভর্তি নেওয়া হবে বলে জানানো হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ক্লাস শুরু করার জন্য দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।


