মিলছে না নতুন মুখ, আরও পিছতে চলেছে কংগ্রেসের সভাপতি নির্বাচন

মিলছে না নতুন মুখ, আরও পিছতে চলেছে কংগ্রেসের সভাপতি নির্বাচন
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ১৩৭ বছরের দলটা এবার কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। না আছে নেতৃত্ব, না আছে সংগঠন, না আছে কোনও লক্ষ্য। এমনই হাঁড়ির হাল ভারতের জাতীয় কংগ্রেসের। দীর্ঘদিন দলের কোনও ফুলটাইম সভাপতি নেই। ২০১৯-এর লোকসভা নির্বাচনে হারের পর সভাপতি পদে ইস্তফা দেন রাহুল। তারপর কেউ দায়িত্ব নিতে না চাওয়ায় অগতির গতি অসুস্থ সনিয়া গান্ধিই স্টপ গ্যাপ সভাপতি হিসেবে হাল ধরেন। সেই অবস্থাই চলছে।
এরই মধ্যে দলের তরফে ঘোষণা করা হয়, এবার নতুন সভাপতি নির্বাচন করে তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। সেই অনুযায়ী জানানো হয়, ২০ আগস্ট থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করবে দল। ২১ সেপ্টেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। তার মধ্যে ৫ থেকে ৬ দিন কেটে গেলেও কোনও প্রক্রিয়া শুরু হয়নি।
এরই মধ্যে শোনা যাচ্ছে, সভাপতি নির্বাচন প্রক্রিয়া আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে। কারণ, চিকিৎসা করাতে এরই মধ্যে বিদেশ যাচ্ছেন সনিয়া গান্ধি। তাঁর সঙ্গী হবেন রাহুল ও প্রিয়াঙ্কা। ফলে সভাপতি নির্বাচন পিছিয়ে দেওয়া ছাড়া ওপায় নেই। তবে দলের তরফে এ নিয়ে সরকারী ভাবে কোনও ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে দলীয় নেতাদের একাংশ ফের রাহুলকে ফেরাতে মরিয়া। তবে রাহুল এখনও সভাপতি না হওয়ার সিদ্ধান্তে অটল। তাঁর দাবি, গান্ধিদের বাইরে কেউ দায়িত্ব নিন। কিন্তু সর্বসম্মত তেমন মুখ মেলা কঠিন। এই পরিস্থিতিতে ভাসিয়ে দেওয়া হয়েছে অশোক গেহলটের নাম। তিনি গত মঙ্গলবারই সাফ জানিয়ে দিয়েছেন দৌড়ে তিনি নেই। সোজা কথা সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। তাই সভাপতি নির্বাচন পিছিয়ে দেওয়া ছাড়া বিকল্প নেই নেতৃত্বের।


