হেল্থ ড্রিঙ্ক বর্ন ভিটা কোম্পানিকে নোটিশ ধরাল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন, কেন জানেন?

হেল্থ ড্রিঙ্ক বর্ন ভিটা কোম্পানিকে নোটিশ ধরাল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন, কেন জানেন?
26 Apr 2023, 07:53 PM

হেল্থ ড্রিঙ্ক বর্ন ভিটা কোম্পানিকে নোটিশ ধরাল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন, কেন জানেন?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দেশের শিশুদের জন্য জনপ্রিয় হেল্থ ড্রিঙ্ক বর্ন ভিটাকে এবার নোটিস ধরাল দেশের জাতীয় শিশু অধিকার কমিশন বা ‘ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস’। বর্নভিটা প্রস্তুতকারী সংস্থা মন্দেলেজ ইন্টারন্যাশনাল ইন্ডিয়া লিমিটেডকে নোটিস দিল তাঁরা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, প্যাকেজিং, লেবেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে তাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই সঙ্গে নিজেদের পণ্য নিয়ে তাঁরা মিথ্যে দাবি করেছে।

অভিযোগ, দুধের সঙ্গে খাওয়ার উপযোগী হেল্থ ড্রিঙ্ক বর্নভিটায় বেশ কিছু পরিমানে চিনি রয়েছে। কিন্তু পণ্যের লেবেলে কোথাও তার উল্লেখ নেই। এই অভিযোগেই নোটিস ধরানো হল সংস্থাকে। সকালে ঘুম ভাঙার পর বাড়ির খুদেদের জন্য বর্নভিটা অত্যন্ত জনপ্রিয়। এবার সেই জনপ্রিয় হেল্থ ড্রিঙ্কে চিনি থাকা নিয়ে একটি বড়সড় অভিযোগ উঠল। গবেষণা বলছে, বর্নভিটায় চিনির ভাণ্ডার রয়েছে। সদ্য এক ইউটিউবার সম্প্রতি এই তথ্য সামনে তুলে আনেন। বিশেষজ্ঞরা বলছেন, এই হেল্থ ড্রিঙ্কের মাধ্যমে বাচ্চাদের শরীরে এতটাই চিনি যায়, যা পরবর্তীকালে তাঁদের অসুস্থতার কারণ হতে পারে। এদিকে ইউটিউবে ওই তথ্য তুলে ধরায় বর্নভিটা সংস্থা তাঁকে আইনি চিঠি ধরায়। ফলে ভিডিয়োটি ডিলিট করতে বাধ্য হন তিনি। তবে তারপরই নড়েচড়ে বসে ‘ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস’। তাঁরা বর্নভিটাকে নোটিস দেয়। নোটিসে বলা হয়েছে, ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, যে খাবারে অতিরিক্ত চিনি রয়েছে তাতে লাল দাগ দিতে হবে লেবেলের সঙ্গে। অভিযোগ, যে হেল্থ ড্রিঙ্কে প্রতি মিলিলিটারে ১০০ গ্রামে ১০ শতাংশ চিনি থাকে, তাকে এই লাল দাগ দিতে হয়। কিন্তু বর্নভিটা সেই নিয়ম পালন করেনি। কমিশনের এই নোটিস পেয়ে আপাতত বিপাকে বর্নভিটা নির্মাতারা।

Mailing List