করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরি করা বিজ্ঞানীর নিজের বাড়িতেই রহস্য মৃত্যু!

করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরি করা বিজ্ঞানীর নিজের বাড়িতেই রহস্য মৃত্যু!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: নিজের বাড়িতেই রহস্যজনক ভাবে মৃত্যু হল করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরি করা টিমের অন্যতম সদস্য আন্দ্রে বটিকভের। অভিযোগ, গলায় চামড়ার বেল্ট দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে বটিকভকে খুন করল এক আততায়ী। ইতিমধ্যে এই রুশ বিজ্ঞানীর রহস্যমৃত্যু ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। রুশ পুলিশ জানিয়েছে, বছর পঞ্চাশের বিজ্ঞানীকে শুক্রবার মস্কোয় তাঁর বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তকারীরা ইতিমধ্যে অভিযুক্ত অ্যালেক্সিকে গ্রেফতার করেছে।
এখন প্রশ্ন কেন এই বিজ্ঞানীকে খুন করা হল? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে রয়েছে ব্যক্তিগত শত্রুতা। অভিযুক্তের সঙ্গে বটিকভের কোনও বিষয় নিয়ে বচসা শুরু হয়। এক সময় ওই যুবক হঠাৎই বেল্ট দিয়ে শ্বাসরোধ করে বটিকভকে খুন করে।ঘটনার পরই গা ঢাকা দেয় ওই যুবক। তবে শেষ পর্যন্ত ওই তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বটিকভের ওপর এমন হামলা প্রথম নয়। এর আগেও তাঁর বাড়িতে হামলা চালিয়েছিল আততায়ীরা। যদিও সেই সময় প্রাণে বেঁচে যান তিনি। তদন্তকারীদের জেরার মুখে নিজের দোষের কথা স্বীকার করেছে অ্যালেক্সি। এর আগে যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তার। ১০ বছর জেলও খাটে সে। তবে সে কেন বটিকভকে খুন করল তা এখনও জানা যায়নি।গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারে সিনিয়র রিসার্চার হিসেবে কর্মরত ছিলেন বটিকভ। স্পুটনিক ভি টিকা তৈরিতে যুক্ত ছিলেন ১৮ জন রুশ বিজ্ঞানী। যার মধ্যে অন্যতম বটিকভ। ২০২১ সালে তাঁকে পুরস্কৃত করেন রুশ প্রেসিডেন্ট পুতিন।


