ম্যাচ হলো না বাগানে, কিন্তু প্রতিবাদ হল

ম্যাচ হলো না বাগানে, কিন্তু প্রতিবাদ হল
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: রবি সন্ধ্যায় বৃষ্টির জন্য ম্যাচ হলো না। এটিকে মোহনবাগান রাজি থাকলেও গররাজি চেন্নাইইন। অতএব এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়ের প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে গেল। সামনেই ডুরান্ড কাপ। চোট লাগলেই সর্বনাশ। দেবজিত, অনিরুদ্ধ থাপাদের মতো হেভিওয়েট ফুটবলার রয়েছেন দলে। তাই ঝুঁকি নিতে রাজি নয় দক্ষিণের ফ্রাঞ্চাইজি।
অনুশীলনে কোচ জুয়ান আক্রমণাত্মক ফুটবলের উপর জোর দিচ্ছেন। হুগো বৌমোস, জনি কাউকোদের সঙ্গে মনবীর সিং, লিস্টন কোলাসোদের দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার মহড়া চালাচ্ছেন জুয়ান। রক্ষণে পোগবার সঙ্গে প্রীতম কোটাল, সুমিত রাঠি, কার্ল ম্যাকহিউদের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর চেষ্টায় বাগান কোচ।
রিমুভ এটিকে। কাকভেজা হয়েও প্রতিবাদের আগুন জ্বাললেন মোহনবাগান সমর্থকরা। সন্ধ্যায় ম্যাচ ছিল। কিন্তু সদস্য ছাড়া সাধারণ সমর্থকদের প্রবেশের অধিকার ছিল না। আগুনে সেটাই ঘি ঢেলে দিল। মাইক, পোষ্টার, স্লোগানে উত্তপ্ত আবহাওয়া। চড়া সুর। অভিযোগ ক্লাবে ঢুকতে বাধা দেওয়া হয়। সামনেই ডুরান্ড কাপ। যে ভাবে সুর চড়ছে তা কিন্তু ম্যানেজমেন্ট কে বিব্রত করবেই।
এদিকে, মুখ্যমন্ত্রী বরণের প্রস্তুতি শুরু লাল হলুদে। ১৭ আগস্ট ইস্টবেঙ্গলের আর্কাইভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অন্যতম প্রতিষ্ঠাতা সুরেশ চৌধুরীর নামে তৈরি হয়েছে সংগ্রহশালা। গোল পোস্টের পেছনে বিশাল সামিয়ানা। প্রাক্তন ফুটবলার থেকে সমাজের বিশিষ্টরা আলো করে থাকবেন। গ্যালারির একটা অংশে বসতে পারবেন সদস্য সমর্থকরা। তবে নিরাপত্তার কথা ভেবে আসন সীমিত। বুধবার সকাল থেকেই নিরাপত্তা আধিকারিকরা দায়িত্ব নেবেন। দাহ্য বস্তু তো বটেই। ছাতা কিংবা হেলমেট নিয়েও প্রবেশ নিষেধ।
২৮আগস্ট ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে মুখোমুখি ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান। মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। তার আগে যদিও ডুরান্ড কাপেই আরও দুটি ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল। প্রথম ম্যা চ ২২ আগস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে খেলবে লাল-হলুদ ব্রিগেড। ২৫ আগস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে খেলবে তারা। এর পরেই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে নামবে লাল-হলুদ ব্রিগেড।


