শনির দয়ায় ফিরবে ভাগ্য এই রাশিগুলির

31 Mar 2023, 01:45 PM
শনির দয়ায় ফিরবে ভাগ্য এই রাশিগুলির
আনফোল্ড বাংলা প্রতিবেদন: কারোর জন্মছকে যদি শনি ভালো অবস্থানে থাকে সে জাতক কখনও সমস্যার মধ্যে পড়েন না। কর্মফলদাতা শনি যেমন কারোর উপর কুনজর দিলে তার জীবন ছারখার করে দিতে পারেন, তেমনই শনি যাঁর উপর তুষ্ট হন, তাঁর জীবনে কখনও বিপদ আসে না। জেনে নিন শনি শক্তিশালী হলে কী ধরনের সংকেত পাওয়া যায়-
- জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন। এদিন তাঁর আরাধনা করলে প্রীত হন তিনি। কর্মফলদাতা যে ব্যক্তি ভালো কাজ করেন, তাঁকে সব সময় ভালো ফল দেন। জীবনেসুখ, সম্পদ, শান্তি ও খ্যাতি লাভ করলে বুঝবেন শনি আপনার উপর প্রীত।
- শনিদেবের আশীর্বাদ আপনার জীবনে পড়লে সব কাজেই সাফল্য পাবেন আপনি। মনে রাখবেন, শনি যতই রাগী হন না কেন, নিজের ভক্তকে তিনি কখনও খালি হাতে ফেরান না। সুখ, শান্তি, খ্যাতি ও ঐশ্বর্য্যে ভরে ওঠে সেই ব্যক্তির জীবন। আবার যে ব্যক্তি খারাপ কাজ করে, তার জীবন দুর্বিষহ করে তোলেন শনি মহারাজ।
- জন্মছকে শনি ভালো অবস্থানে থাকলে পথের ভিখারিও রাজপ্রাসাদ লাভ করতে পারেন। শনির দয়া থাকলে জাতককে কখনও আর্থিক কষ্টের মধ্যে পড়তে হয় না। জীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উন্নতির শীর্ষে উঠে যান তিনি।
- শনি কোষ্ঠীতে শুভ হলে জাতক জীবনের সব সমস্যার সমাধান পেয়ে যান। খুব বড় দুর্ঘটনা থেকেও রক্ষা পান তিনি।
- শনির দশায় জাতকের স্বাস্থ্য সব সময় খারাপ থাকে। আর উল্টোদিকে শনির শুভ প্রভাবে জাতকের কখনও বড় কোনও অসুখ হয় না।
- শনির শুভ প্রভাব থাকলে জাতকের চুল, নখ, হাড় ও চোখের কোনও সমস্যা সহজে হয় না।
- কোনও শনিবারে আপনার জুতো বা চটি চুরি হয়ে গিয়েছে? এটা কিন্তু শনির শুভ প্রভাবের ইঙ্গিত। শনির প্রভাবে আচমকা প্রচুর টাকা পেতে পারেন আপনি।
- মকর ও কুম্ভ রাশির গ্রহ অধিপতি হল শনি। তুলা রাশিতেও উচ্চস্থ অবস্থানে থাকে শনি। এই তিন রাশিতে সব সময় শনির আশীর্বাদ থাকে। এছাড়া কোষ্ঠীতে একাদশ ঘরে শনির অবস্থান শুভ বলে মনে করা হয়।


