অঙ্গনওয়াড়ি কর্মীকে ধাক্কা মেরে তাঁর মাথার ওপর দিয়ে চলে গেল লরি, মৃত্যু ঘটনাস্থলেই, তীব্র উত্তেজনা এলাকায়

অঙ্গনওয়াড়ি কর্মীকে ধাক্কা মেরে তাঁর মাথার ওপর দিয়ে চলে গেল লরি, মৃত্যু ঘটনাস্থলেই, তীব্র উত্তেজনা এলাকায়
নারায়ণ সরকার, মালদা
মালদা গামী বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদহের গাজোলের করলাভিটা মোড় এলাকায়। মঙ্গলবার দুপুরে ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহবধুর নাম মসলিমা খাতুন(৫০)। বাড়ি গাজোল থানার তুলসীডাঙ্গা এলাকায়। পেশায় তিনি অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন।
প্রতিদিনের মতো এদিনও সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। সেই সময় বালুরঘাট থেকে মালদা গামী একটি বেপরোয়া ১২ চাকার লরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই উল্টে পড়েন মহিলা। তাঁর মাথায় ওপর দিয়ে লরির চাকা চলে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কর্মীর।
ঘটনার পরেই স্থানীয় মানুষ ভিড় জমান ওই এলাকায়। শুরু হয় বিক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকায় মোড় রয়েছে। একদিকে থেকে বাস, লরি ঘুরে অন্যদিকে। তার জেরে পবারবার দুর্ঘটনা ঘটে। তার জন্য বারবার ট্রাফিক পুলিশের আবেদন জানিয়েও মেলেনি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজোল গ্রামীণ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশি আশ্বাসে উত্তেজনা প্রশমিত হয়। তারপর যানজট মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। পুলিশ ঘাতক লরি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।


