পর্তুগালের রাস্তায় ছুটল রেড ওয়াইনের তরল স্রোত!

পর্তুগালের রাস্তায় ছুটল রেড ওয়াইনের তরল স্রোত!
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ওয়াইনের বন্যা! শুনতে অবিশ্বাস্য হলেও, এরকমই ঘটেছে পর্তুগালে (Portugal)। ভাইরাল পথজুড়ে রেড ওয়াইনের (Red Wine) বিপুল স্রোতের ভিডিও। উপকূল সংলগ্ন এক গ্রামে দেখা গেল এমনই এক দৃশ্য। ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের। বিশেষত যাঁরা ওই রসের রসিক, তাঁরা তো এই দৃশ্যে রীতিমতো ফ্যান্টাসির স্বাদ পেয়েছেন।
পর্তুগালের ছোট্ট গ্রাম সাও লোরেনো ডি বাইরো। যার জনসংখ্যা হাজার দুয়েক মতো। সেখানে ওয়াইনে ভরা দু’টি ট্যাঙ্ক ফেটেই এই কাণ্ড ঘটেছে। সব মিলিয়ে প্রায় ২২ লক্ষ লিটারের ট্যাঙ্ক ভরতি সঙ্গে সঙ্গে রাস্তা ভাসিয়ে দেয়। যা অলিম্পিক সাইজের কোনও সুইমিং পুল ভরতি করার মতো। ওই বিপুল পরিমাণ রেড ওয়াইন রীতিমতো স্রোতস্বিনী হয়ে ছুটতে থাকে।
সেখানে সামনেই সার্টিমা নদী। নদীতে যাতে ওয়াইন না মিশে যায়, তা নিশ্চিত করতে দ্রুত কাজে লেগেছেন কর্মীরা। আশা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। ওয়াইনে ভিজে যাওয়া মাটিকেও স্বাভাবিক করে তোলার প্রক্রিয়া চলছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ওয়াইনের বন্যা দেখে চমকে উঠেছেন নেটিজেনরা।


