বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যসাথী নিতেই হবে, বার্তা অভিষেকের

বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যসাথী নিতেই হবে, বার্তা অভিষেকের
28 Jan 2023, 05:59 PM

বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যসাথী নিতেই হবে, বার্তা অভিষেকের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও একাধিক হাসপাতাল রোগী ফিরিয়ে দিচ্ছে। চিকিৎসা করতে চাইছে না স্বাস্থ্য সাথী কার্ডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার স্বাস্থ্য সাথী কার্ডে কোনো হাসপাতাল বা নার্সিংহোম চিকিৎসা না করলে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে সেই হাসপাতাল বা নার্সিংহোমের লাইসেন্স বাতিল করার কথাও বলেছেন। কিন্তু তারপরেও রাজ্য জুড়ে দেখা যাচ্ছে একই ছবি। বদলায়নি এতটুকু। বহু হাসপাতাল এবং নার্সিংহোমে স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি নিতে চাইছে না। বিভিন্ন ধরনের অজুহাত খাড়া করছে। পুলিশে জানিয়েও বহু সময় দেখা যাচ্ছে কোনো লাভ হচ্ছে না। এদিন সেই বিষয়েই একেবারে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন দক্ষিণ 24 পরগনার নোদাখালীতে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের একটি পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানেই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে রোগী হয়রানীর কথা তুলে ধরে তিনি বলেন, যদি কেউ ভেবে নেয় স্বাস্থ্য সাথী কার্ডে মানুষকে পরিষেবা না দিয়ে খালি হাতে বাড়ি পাঠিয়ে দেবে, যারা এই সমস্ত কাজ করবে প্রশাসনের কাছে বলা হয়েছে প্রয়োজনে তাদের লাইসেন্স যেন বাতিল করে দেওয়া হয়। এই প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, সিএমওএইচ এবং জেলাশাসককে অনুরোধ করেছি, যে সমস্ত হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড ফিরিয়ে দিচ্ছে, তাদের সঙ্গে আলোচনা যেন করা হয়। বহু হাসপাতাল স্বাস্থ্য সাথীর কার্ড গ্রহণ করছে না। রোগী ফিরিয়ে দিচ্ছে। এবার কঠোর সিদ্ধান্ত নিতে চলেছি। ডায়মন্ডহারবার এলাকার বিভিন্ন জায়গায় মানুষ রাস্তা তৈরীর জন্য আবেদন জানিয়েছিলেন। তার ভিত্তিতেই সংসদ তহবিলে যে পাঁচ কোটি টাকা আসে সেই টাকা থেকে ১১০ টি রাস্তা তৈরি করার আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি ৭৫০ টি রাস্তা জেলা প্রশাসনের তরফে তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। ডায়মন্ডহারবার এর পর্যালোচনা বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকায় নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার টার্গেটের কথাও জানিয়ে দিয়েছেন। এক ডাকে অভিষেক কর্মসূচিতে যারা ফোন করে তাকে সমস্যার কথা জানিয়েছিলেন তাদের কাজ করতে আমরা বদ্ধপরিকর, ঘোষণা অভিষেকের।

Mailing List