কুড়মি আন্দোলন জোরদার হচ্ছে, রাজ্য জানালো চিঠি দিয়েছে কেন্দ্রকে

কুড়মি আন্দোলন জোরদার হচ্ছে, রাজ্য জানালো চিঠি দিয়েছে কেন্দ্রকে
23 Sep 2022, 10:51 PM

কুড়মি আন্দোলন জোরদার হচ্ছে, রাজ্য জানালো চিঠি দিয়েছে কেন্দ্রকে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্যে কুড়মি আন্দোলনের চতুর্থ দিনে আন্দোলনকারীদের দাবি মেনে রাজ্য সরকার আজ কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ সচিব সঞ্জয় বনসল কেন্দ্রীয় আদিবাসী দফতরের সচিব অনিল কুমার ঝাকে চিঠিটি লিখেছেন। সেই চিঠির সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিদের দাবি সম্বলিত একটি চিঠিও সংযুক্ত করা হয়েছে৷ সেই চিঠিতে রাজ্যের তফশিলি উপজাতিভুক্ত তালিকায় কুড়মিদের স্থান দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷

অনগ্রসর শ্রেণী কল্যাণ সচিব তাঁর চিঠিতে জানিয়েছেন, 2018 সালের 13 ফেব্রুয়ারি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রককে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতেও কুড়মিদের তফশিলি উপজাতি তালিকাভুক্ত করার আর্জি জানানো হয়েছিল৷ তবে তার কোনও জবাব বা এ বিষয়ে কেন্দ্রের মতামত রাজ্যের কাছে এসে পৌঁছয়নি বলে চিঠিতে দাবি করা হয়েছে৷ বিষয়টির গুরুত্ব বিচার করে এই নিয়ে পুনর্বিবেচনা ও প্রস্তাবটি মেনে নেওয়ার জন্য ফের কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে। অন্যদিকে ওই একই বিষয়ে কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের তরফে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছে। আন্দোলনকারীদের কাছেও সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

Mailing List