শুরুতেই ধাক্কা নাইটদের, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হার

শুরুতেই ধাক্কা নাইটদের, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হার
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: চলতি মরশুমের শুরুটা মোটেই ভালো হল না কলকাতার জন্য। শুরুতেই হার কলকাতার, পঞ্জাবের কাছে ডাকওয়ার্থ লুইস নিয়মে হেরে গেল কেকেআর।টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন নতুন অধিনায়ক নীতিশ রানা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটের বিনিময়ে ১৯১ রান সংগ্রহ করল পাঞ্জাব। এদিনের ম্যাচে একেবারেই আশাপ্রদ মনে হয়নি নাইটদের বোলিং বিভাগ।মোহালির বাইশ গজে ইনিংসের শুরুর দিকে পেসাররা সাহায্য পেয়ে থাকেন সাধারণত। সেখানে কলকাতা নাইট রাইডার্স পেসাররা আজ বেশ হতাশই করলো। ৪ ওভারে ৫৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন সাউদি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেল, নীতিশ রানা, ভেঙ্কটেশ যাওয়ার ছাড়া কেউই নির্ভরতা দিতে পারেননি। যার জবাবে আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেস আইয়ারের ত্রিশোর্ধ্ব রানের ইনিংসে ১৬ ওভারে ১৪৬ রান তোলে কলকাতা। ডিআরএস পদ্ধতিতে ম্যাচের ফয়সালা হল। এই নিয়েমই হার নাইটদের। ম্যাচের মাঝে এল নিভে যাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিল খেলা। শেষে বৃষ্টির কারণে ম্যাচে নিষ্পত্তি হয় ডিএলএস পদ্ধতিতে।সেই একই ঘটনা ঘটল শনিবার। প্রায় ৩০ মিনিট বন্ধ রইল কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ। দীর্ঘ অপেক্ষা করার ফলে খেলোয়াড়রাদেরও হতাশ দেখিয়েছিল। সমস্যা মেটার আগে তাদের ড্রেসিং রুমে চলে যেতে হয়েছিল।বেঙ্কটেশ আয়ার এ বারের আইপিএলে কলকাতার প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার। শনিবার মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে বরুণ চক্রবর্তীর জায়গায় নামলেন তিনি।


