এশিয়ান গেমস থেকেই প্যারিসের টিকিট পাওয়াই লক্ষ্য ভারতীয় হকি দলের

এশিয়ান গেমস থেকেই প্যারিসের টিকিট পাওয়াই লক্ষ্য ভারতীয় হকি দলের
22 Sep 2023, 02:15 PM

এশিয়ান গেমস থেকেই প্যারিসের টিকিট পাওয়াই লক্ষ্য ভারতীয় হকি দলের

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আগামীকাল শনিবার এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। অলিম্পিক্স বা এশিয়ান গেমসের মার্চ পাস্টে জাতীয় পতাকা বহনের দায়িত্ব ক্রীড়াবিদদের কাছে এক বিশেষ সম্মান। আন্তর্জাতিক স্তরে সফল ক্রীড়াবিদেরাই সাধারণত এই গুরু দায়িত্ব পেয়ে থাকেন। এ বারের এশিয়ান গেমসে ভারতের জাতীয় পতাকা বহনের দায়িত্ব পালন করবেন দু’জন ক্রীড়াবিদ যৌথ ভাবে। হ্যাংজু গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এই দায়িত্ব পেলেন পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহ এবং বক্সার লভলিনা বরগোঁহাই। এই প্রসঙ্গে হরমনপ্রীত সিং বলেছেন, ‘এশিয়ান গেমসের জন্য লভলিনা সঙ্গে যৌথ পতাকাবাহী হিসাবে নামকরণ করা আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এটি আরও বড় পরিসরে আমার দেশকে প্রতিনিধিত্ব করার একটি সুযোগ, এবং আমি এই সম্মানে সত্যিই নম্র। আমি আমাদের বক্সিং তারকা লভলিনাকে অভিনন্দন জানাতে এই মহান সুযোগ পাওয়ার জন্য।’

এশিয়ান গেমসে অভিযান শুরুর আগে ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং বলেছে‌ন,  ‘চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের প্রশংসনীয় পারফরম্যান্সের পর, আমাদের লক্ষ্য হল উচ্চ স্তরের খেলা বজায় রাখা এবং এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করা, যা ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জন্য সরাসরি যোগ্যতা অর্জনে আমাদের সাহায্য করবে।’

এ বারের এশিয়ান গেমসে ভারতের লক্ষ্য একশোর বেশি পদক। গত বার ৭০টি পদক জিতেছিল টিম ইন্ডিয়া। হানঝাউ এশিয়ান গেমসে ভারতের ৬৫৫ জন অ্যাথলিট অংশ নিচ্ছেন। এই ইভেন্টে এখনও অবধি ভারতের সবচেয়ে বড় টিম এটিই। স্বাভাবিক ভাবেই প্রত্যাশাও বেশি। এশিয়ান গেমসে ভারতের শেফ দে মিশন ভূপিন্দর সিং বাজওয়া সংবাদ সংস্থাকে বলেন, ‘অনেক আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। উদ্বোধনী অনুষ্ঠানে দু-জন পতাকাবাহক থাকবে। হকি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং ও বক্সার লভলিনা বোরগোহাইন।’

Mailing List