শ্মশান থেকে মানুষের কঙ্কাল এবং হাড়গোড় উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য হাওড়ায়

শ্মশান থেকে মানুষের কঙ্কাল এবং হাড়গোড় উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য হাওড়ায়
সুলেখা চক্রবর্তী, হাওড়া
শনিবার সকালে হাওড়ার শ্যামপুর থানা এলাকার ডিহি মন্ডল ঘাট ২ গ্রাম পঞ্চায়েতের পাশেই থাকা একটি শ্মশান থেকে মানুষের কঙ্কাল এবং হাড় গোড় উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারেই ওই শ্মশানে সকালবেলা একটি ব্যাগকে মুখে করে কুকুর টানতে থাকে। তা দেখেন স্থানীয় বাসিন্দারা। তখনই দেখেন হাড়গোড়। এরপর এই খবর মুখে মুখে ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে লোকজন এসে হাজির হয় গ্রাম পঞ্চায়েতের পাশে থাকা শ্মশানে। এই ঘটনার জেরে শ্যামপুরের বেলপুকুর মোড়ে তীব্র চঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে একটি থলেতে হাড়গোড় রেখে ইট চাপা দিয়ে গিয়েছে কে বা কারা। ব্যাগেও রয়েছে হাড়গোড়। পাশেই একটি মানুষের খুলিও রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কে বা কারা একটি ব্যাগে করে মানুষের খুলি এবং হাড়গোড় ফেলে দিয়ে গিয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরী হয়েছে নানা জল্পনা। খবর দেওয়া হয়েছে পুলিশকেও।


