টাইমড আউট নিয়মে রায় দিল আইসিসি, বক্তব্য জানালেন ভারতীয় দলের কোচও

টাইমড আউট নিয়মে রায় দিল আইসিসি, বক্তব্য জানালেন ভারতীয় দলের কোচও
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটে প্রথমবার টাইমড আউট হলে শ্রীলঙ্কান ম্যাথিউজ। টাইমড আউট নানা মুণির নানা মত। এই নিয়ে মুখ খুলেন রাহুল দ্রাবিড়। সেইসঙ্গে নিজেদের সিদ্ধান্তও জানাল এমসিসি। শনিবার সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড় এই প্রসঙ্গে বলেন, 'আমরা হলে হয়তো এমন আবেদন করতামই না। কিন্তু এর জন্য কাউকে দোষ দেওয়া যায় না।'
দ্রাবিড় অবশ্য বাংলাদেশ অধিনায়ককে দোষী সাব্যস্ত করছেন না। নিয়মের মধ্যে থেকেই শাকিব আবেদন করেছেন টাইমড আউটের।
আইসিসির নিয়ম বলছে, একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর পরের ব্যাটারকে ১২০ সেকেন্ডের মধ্যেই একটি বল খেলতে পারবে। এই নিয়ম লঙ্ঘন করলেই টাইমড আউট হতে পারেন সংশ্লিষ্ট ব্যাটসম্যান। যেটা ঘটল সোমবার বাংলাদেশের বিরুদ্ধে অ্যাঞ্জোলো ম্যাথুউসের ক্ষেত্রে।
এমসিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটসম্যানকে প্রথম বলের মুখোমুখি হতে হবে ব্যাটারকে। ম্যাথিউজের ক্ষেত্রে তা না হওয়ায় আম্পায়ার ধরে নিয়েছিলেন ম্যাথিউজ বুঝি এখনও তৈরি নন। ম্যাথিউজ কি নিজের সমস্যার কথা আম্পায়ারকে প্রথমে ব্যাট করতে এসে জানিয়েছিলেন? হেলমেটে সমস্যা হওয়ার কারণে প্রথম ডেলিভারির মুখোমুখি হতে যে তাঁর খানিকটা সময় লাগবে তা জানানো উচিত ছিল তাঁর।
শনিবার এমসিসি-র তরফে বিবৃতি দেওয়া হয়েছে, ''আম্পায়ারদের দুই মিনিট পেরিয়ে যাওয়ার পর আউটের আবেদন করা হলে তাহলে সেটা ব্যাটারের পক্ষে যেতেই পারত। ব্যাটারের ব্যাট ভেঙে গেলে সেটা অ্যাঞ্জেলো ম্যাথিউজের পক্ষেই যেত। কিন্তু মনে রাখা উচিত।


