ভিন রাজ্যে কাজে নিয়ে গিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন স্বামীর! কফিন বন্দী দেহ ফিরল মালদহের

ভিন রাজ্যে কাজে নিয়ে গিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন স্বামীর! কফিন বন্দী দেহ ফিরল মালদহের
আনফোল্ড বাংলা প্রতিবেদন, মালদহ: ভিন রাজ্য বেঙ্গালুরুতে কাজে নিয়ে গিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। মালদহের রতুয়া ২ ব্লকের হরিপুর গ্রামে গৃহবধুর কফিন বন্দী মৃতদেহ গ্রামে পৌঁছতে কান্নায় ভেঙে পড়লেন পরিবার।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত গৃহবধুর নাম তোসনাড়া খাতুন। প্রায় পাঁচ বছর আগে ইব্রাহিম শেখ নামে এক ব্যক্তির সাথে বিবাহ হয়েছিল। ক্রমাগত বিভিন্ন কারণ নিয়ে গৃহবধুর উপর অত্যাচার করা হত বলে অভিযোগ স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। শেষমেষ প্রায় মাস খানেক আগে স্ত্রীকে সাথে নিয়ে বেঙ্গালুরুতে কাজের উদ্দেশ্যে গিয়েছিল ইব্রাহিম শেখ। তবে সেখানে গিয়েও অত্যাচারের মাত্রা কমেনি বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, গত ২২ তারিখ ওই গৃহবধূকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেয় তার স্বামী। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তোলায় বেঙ্গালুরুর পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। তারপর পরিবারের সদস্যরা দেহ বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। গোটা ঘটনায় অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবি তুলেছে মৃত গৃহবধূর পরিবার।


