নিতুড়িয়ার রায়বাঁধের ভিড়িঙ্গিতে অনশন চলছেই, রাতেও থাকল আন্দোলনকারীরা, বৈঠকেও সমস্যার সমাধান হল না

নিতুড়িয়ার রায়বাঁধের ভিড়িঙ্গিতে অনশন চলছেই, রাতেও থাকল আন্দোলনকারীরা, বৈঠকেও সমস্যার সমাধান হল না
24 Jun 2022, 05:45 PM

নিতুড়িয়ার রায়বাঁধের ভিড়িঙ্গিতে অনশন চলছেই, রাতেও থাকল আন্দোলনকারীরা, বৈঠকেও সমস্যার সমাধান হল না

 

আশিস বন্দ্যোপাধ্যায়, রঘুনাথপুর

 

পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া থানার রায়বাঁধ অঞ্চলের ভিড়িঙ্গি গ্রামের STPSএ র ইনটেক পাম্প হাউসের জন্য জমিদাতারা বৃহস্পতিবার সকাল থেকে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসেছে ভিড়িঙ্গি গ্রামের ইনটেক পাম্প হাউসের মূল গেটের সামনে। আন্দোলনে জমিদারদের মধ্যে তিনটি পরিবারের সদস্যরা সামিল  হয়েছেন অনশনে। পরিবারের মহিলারাও ছোট ছোট বাচ্চা কোলে নিয়েই অনশন চালিয়ে যাচ্ছে।

আন্দোলনকারীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে সারা রাত তারা অনশন চালিয়ে যায়। শুক্রবার দুপুরে তাদের নিতুড়িয়া ব্লকের বিডিও অফিসে আলোচনার জন্য ডাকা হলে আন্দোলনকারীদের প্রতিনিধিরা যায় নিতুড়িয়ার বিডিও অফিসে। সেখানে পাম্প হাউস কর্তৃপক্ষ, প্রশাসনের কর্তারা ও আন্দোলন কারীদের প্রতিনিধিদের নিয়ে শুক্রবার দুপুর একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এদিন ঐ বৈঠকে কোন সমাধান সূত্র বের না হওয়ার কারণে এদিনও অনশন প্রত্যাহার করেন নি আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে তারা অনশন চালিয়ে যাওয়ার জেরে ধীরে ধীরে তাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু হয়েছে।

 অনশনকারীদের মধ্যে নেপাল ভান্ডারি, বিমল ভান্ডারিরা জানান তাদের পাম্প হাউসের জন্য জমি গেলেও তারা কাজ পায় নি, অথচ একি পরিবারের একাধিক জন কাজ পাচ্ছে।বিভিন্ন জায়গায় জানিয়েছেও কাজ না হওয়ার জন্যই তারা অনশন শুরু করেছে ভিড়িঙ্গি গ্রামের ইনটেক পাম্প হাউসের মূল গেটের সামনে। তাদের দাবি না মানা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

Mailing List