চাঁদা দিতে রাজি নন হোটেল মালিক, আর তারপরেই মারধরের অভিযোগ উঠলো তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে

চাঁদা দিতে রাজি নন হোটেল মালিক, আর তারপরেই মারধরের অভিযোগ উঠলো তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: চাঁদা না দেওয়ায় হোটেল মালিককে হুমকি ও কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনা খড়দহে উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খড়দহে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ওই ব্যবসায়ীর হোটেল রয়েছে। সেখানে কয়েকদিন আগে একটি মেলা হয়। সেই মেলার চাঁদা চাইতে ওই ব্যবসায়ীর কাছে যায় স্থানীয় কয়েকজন যুবক। তার মধ্যেই ছিলেন স্থানীয় তৃণমূল নেতা শুকুর আলির ভাই। অভিযোগ, হোটেল মালিক ওই ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। তখন এত বেশি পরিমাণে টাকা চাঁদা দিতে অস্বীকার করেন সেই হোটেল মালিক। আর তারপরেই ওই তৃণমূল নেতার ভাই দলবল নিয়ে সেখানে আসে বলে অভিযোগ হোটেল মালিকের। তিনি অভিযোগ করে বলেন, হোটেলের কর্মীদের মারধর করা হয় এবং হুমকি দেন ওই তৃণমূল নেতার ভাই। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
যেহেতু ঘটনার সঙ্গে তৃণমূল নেতার ভাইয়ের নাম অভিযোগ এর তালিকায় রয়েছে, তাই বিষয়টির সঙ্গে রাজনীতি জড়িয়ে যায়। দোষারোপ,পাল্টা দোষারোপের পালা শুরু হয়। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তৃণমূল নেতা পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন।


