শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস! রোজায় কী কী নিয়ম মানবেন জেনে নিন

শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস! রোজায় কী কী নিয়ম মানবেন জেনে নিন
20 Mar 2023, 10:16 PM

শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস! রোজায় কী কী নিয়ম মানবেন জেনে নিন

আনফোল্ড বাংলা প্রতিবেদন: কিছুদিনের মধ্যেই পবিত্র রমজান মাস শুরু হতে চলেছে। ইসলামিক ক্যালেন্ডার অনুসারে, রমজান ৩০ দিন স্থায়ী হয় এবং এই মাসটি একটি পবিত্র মাস। সারা বছর রমজানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা। এই পবিত্র মাসে চাঁদ দেখা দিয়ে শুরু হয় এবং রোজা রাখা হয়। এবার রোজার তারিখ নিয়ে সংশয় রয়েছে, রোজা রাখা হবে ২২শে বা ২৩শে মার্চ থেকে। রমজানকে ইবাদতের মাসও বলা হয়।

রমজান কখন শুরু হবে?

মুসলিম সমাজে রমজান মাসের শেষের দিকে চাঁদ দেখা গেলে পরদিন থেকে পবিত্র রমজান মাস শুরু হয় বলে বিশ্বাস করা হয়। এই বছর এই রমজান মাসে ২৯ দিন থাকলে প্রথম রোজা হবে ২২শে মার্চ। কিন্তু ২২শে মার্চ চাঁদ দেখা না গেলে ২৩শে মার্চ থেকে রমজান শুরু হবে এবং ২৩ মার্চ প্রথম রোজা রাখা হবে। কোন তারিখ থেকে রমজান মাস শুরু হবে তা ২১শে মার্চই নিশ্চিত করা হবে।

রমজান মাস ২৯ বা ৩০ দিনের। এই মাসে মুসলিম সম্প্রদায়ের লোকেরা রাতে তারাবিহ নামাজের পাশাপাশি কোরআন শরিফ পাঠ করে। রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলমানের কর্তব্য। এই মাসে যাকাতের বিশেষ গুরুত্ব রয়েছে। যাকাত মানে আপনার সঞ্চয়ের কিছু অংশ দুঃস্থদের মধ্যে বিতরণ করা।

রোজা রাখলে কঠোর নিয়ম মেনে চলতে হবে। সেহরি থেকে শুরু করে ইফতারি পর্যন্ত কিছু খাওয়া যাবে না।খারাপ অভ্যাসও ত্যাগ করতে হবে। রোজা অবস্থায় মাথায় খারাপ চিন্তা আনা উচিত নয়, একে চোখ, কান ও জিহ্বার রোজা বলে। আপনি যদি রোজা রাখেন এবং দাঁতে আটকে থাকা খাবার গিলে ফেলেন তাহলে রোজা ভেঙ্গে যাবে।

রোজায় কঠোর নিয়মগুলি কি কি-

১. রোজা রাখলে কঠোর নিয়ম মেনে চলতে হবে।

২. খারাপ অভ্যাসও ত্যাগ করতে হবে।

৩. এই মাসে যাকাতের বিশেষ গুরুত্ব রয়েছে।

৪. যাকাত মানে আপনার সঞ্চয়ের কিছু অংশ দুঃস্থদের মধ্যে বিতরণ করা।

Mailing List