পুজোর আগেই প্রাথমিকে আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

পুজোর আগেই প্রাথমিকে আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কিছুটা স্বস্তি দিয়ে পুজোর আগে আরও ৬৫ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রশ্নপত্রে ভুল নিয়ে দায়ের হওয়া মামলায় সোমবার এই ৬৫ জনকে চাকরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৬ নভেম্বরের মধ্যে তাঁদের নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কদিন আগে আরও ১৮৭ জনকে চাকরির নির্দেশ দিয়েছিল আদালত।
এর আগে প্রশ্নপত্রে ভুল নিয়ে মামলায় ২৩ জন টেট উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওই একই অভিযোগে দায়ের হওয়া মামলায় আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি। এদিন হাই কোর্টের নির্দেশে পুজোর আগেই প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পেতে চলেছেন আরও ৬৫ জন। ভুল প্রশ্নে যাঁরা উত্তর দিয়েছিলেন তাঁদের সবাইকে নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই মামলায় পর্ষদ আগেই আদালতে এ নিয়ে নিজের ভুল স্বীকার করে নিয়েছিল। কিন্তু নম্বর দেওয়া হলেও চাকরি দেওয়া হয়নি। এবার আদালতের নির্দেশ মেনে শূন্য পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এবং সেই পদে এদের নিয়োগ করবে স্কুল শিক্ষা দফতর।
আদালত বলেছে, ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দিতে হবে সংশ্লিষ্ট টেট উত্তীর্ণদের। এর আগে ২০১৪ সালে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা হয়। পরবর্তীকালে সেই পরীক্ষার ফল বের হয়। প্রশ্নপত্র ভুল নিয়ে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে আগেই ১৮৭ জনকে চাকরিতে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবার আরও ৬৫জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হল।


