পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আবেদনের শুনানি এবার হাইকোর্টের নতুন বেঞ্চে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আবেদনের শুনানি এবার হাইকোর্টের নতুন বেঞ্চে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: কলকাতা পুরসভা-সহ রাজ্যের ৬০টি পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আবেদন মেনে নতুন বেঞ্চ গঠন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এই মামলায় বিশেষ বেঞ্চ গঠনের আবেদন করেছিল রাজ্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই আবেদন করে রাজ্য। রাজ্যের আবেদনের ভিত্তিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ মামলা পাঠালেন প্রধান বিচারপতি। নতুন বেঞ্চেই হবে রাজ্যের আবেদনের শুনানি। পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় এর আগে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের রাজ্য দারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু সেখানে কোনও সুরক্ষা কবচ পায়নি তাঁরা। এর আগে এই মামলায় অবকাশকালীন বেঞ্চ রাজ্যের অস্বস্তি আরও বাড়ায়। রাজ্য সরকারের আবেদন করা মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। ফলে সেই মামলা চলে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। অবশেষে এই মামলায় নতুন বেঞ্চ তৈরি হল।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন অয়ন শীল। তাঁর গ্রেফতারির পর তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালাতে গিয়েই ধরা পড়ে পুরসভায় নিয়োগ দুর্নীতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি একাধিকবার আদালতে দাবি করেছে, ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমেই রাজ্যের অন্তত ৬০ টি পুরসভায় টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে। ইডির হিসাবে পুরনিয়োগে কম করে ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। এরপর রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট মামলা হাইকোর্টে ফিরিয়ে দেয়। কিন্তু বদলে যায় বেঞ্চ। কিন্তু বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চও সিবিআই তদন্তের আদেশ বহাল রাখে। এরপরই বিচারপতি সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। কিন্তু আবেদন শোনার আগেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। তারপর রাজ্যের আবেদন মেনে অবশেষে নতুন বেঞ্চে গেল এই মামলা।


