জেলায় জেলায় চক্ষু ছানি অপারেশনের লক্ষ্যমাত্রা স্থির করে দিল স্বাস্থ্য দফতর, কোন জেলায় কত হাজার ছানি অপারেশন করা হবে?

জেলায় জেলায় চক্ষু ছানি অপারেশনের লক্ষ্যমাত্রা স্থির করে দিল স্বাস্থ্য দফতর, কোন জেলায় কত হাজার ছানি অপারেশন করা হবে?
20 May 2023, 06:45 PM

জেলায় জেলায় চক্ষু ছানি অপারেশনের লক্ষ্যমাত্রা স্থির করে দিল স্বাস্থ্য দফতর, কোন জেলায় কত হাজার ছানি অপারেশন করা হবে?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: চোখের আলো প্রকল্পের লক্ষ্যপূরণ করতে রাজ্য সরকার চলতি আর্থিক বছরে ওই প্রকল্পের আওতায় ছানি অপারেশন ও  চশমা বিলি করার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দিয়েছে। গত বছর বিভিন্ন জেলায় চোখের আলো প্রকল্পে ছানি অপারেশনের হার সন্তোষজনক না থাকার কারণে এবার প্রত্যেক জেলাকে ছানি অপারেশের নির্ধারিত লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য সূত্রে জানা গেছে। চলতি আর্থিক বছরে চোখের আলো প্রকল্পে গোটা রাজ্যে কমপক্ষে ৭ লক্ষ ২৫ হাজার ছানি অপারেশনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এই মর্মে এক নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। 

এর মধ্যে উত্তর ২৪ পরগনাকে সর্বাধিক ৩৭ হাজার ছানি অপারেশনের লক্ষমাত্রা দেওয়া হয়েছে। এরপরে মুর্শিদাবাদ ও নদিয়া জেলাকে যথাক্রমে ৩৪ হাজার ও ২৫ হাজার চোখ অপারেশন করতে বলা হয়েছে। স্কুলপড়ুয়া এবং ৪৫-ঊর্ধ্বদের জন্যে যথাক্রমে ১ লক্ষ ২৫ হাজার ও ৭লক্ষ ৭০ হাজার চশমা প্রদানের লক্ষ্যমাত্রাও ঠিক হয়েছে। এছাড়া রাজ্যের ১৫টি আই ব্যাঙ্ককে অন্তত ৫ হাজার মরণোত্তর কর্নিয়া সংগ্রহ ও ৩৫০০ কর্নিয়া প্রতিস্থাপন করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজের অধীন রিজিয়োনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি (আরআইও) এবং ব্যারাকপুরের প্রভা আই ব্যাঙ্ক তথা দিশা আই হাসপাতালকে দেওয়া হয়েছে সর্বোচ্চ টার্গেট। দুই প্রতিষ্ঠানকেই ৮০০ করে কর্নিয়া সংগ্রহ করতে হবে। আর প্রতিস্থাপন করতে হবে আরআইও এবং দিশাকে যথাক্রমে ৫৬০ ও ৫০০টি করে। প্রতিস্থাপনের দায়িত্ব রাজ্যের সরকারি-বেসরকারি ২৭টি হাসপাতালের।প্রত্যেকটি মেডিক্যাল কলেজকে মরণোত্তর কর্নিয়া সংগ্রহে নির্দিষ্ট কর্মসূচি নিতে হবে।

আদেশনামায় বলা হয়েছে, ছানি চিহ্নিতকরণ ও অপারেশনের মধ্যে গত বছর ১৯% ব্যবধান ছিল। সেই ব্যবধান চলতি অর্থবর্ষে ৩১ জুলাইয়ের মধ্যে ১৫% এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১০% বা তার কমে নামাতে হবে। স্কুলপড়ুয়াদের চোখের পাওয়ার নির্ণয় ও চশমা প্রদানের মধ্যে গত বছর যে ২৪% ব্যবধান ছিল, সেটাকে জুলাই ও সেপ্টেম্বেরের মধ্যে যথাক্রমে ১৮% ও ১০% বা তার কম করতে হবে বলে নির্দশিকায় উল্লেখ করা হয়েছে।

Mailing List