নয়াগ্রাম ব্লকের খড়িকার জঙ্গল থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নয়াগ্রাম ব্লকের খড়িকার জঙ্গল থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকার জঙ্গলে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে খড়িকা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যক্তিকে একটি গাছে ঝুলতে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নয়াগ্রাম থানার পুলিশকে ফোন করে জানায় ।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নয়াগ্রাম থানার পুলিশ মৃত দেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায় যে মৃত ব্যক্তির নাম রঘু রানা, তার বাড়ি নয়াগ্রাম ব্লকের পাথর পাড়া এলাকায়। পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে তার পরিবার সূত্রে জানা যায় । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঠিক কি কারণে ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য নয়াগ্রাম থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।


