নিতুড়িয়াতে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

নিতুড়িয়াতে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
30 Aug 2022, 06:00 PM

নিতুড়িয়াতে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

 

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া

 

মঙ্গলবার সাত সকালেই পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া থানা এলাকার ভেগাড্ডী গ্রামের অদূরে জঙ্গলের একটি গাছ থেকে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল নিতুড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ঐ মহিলার নাম পূজা টুডু(24)। পূজা পুরুলিয়ার নিতুড়িয়া থানার ভেগাড্ডী গ্রামের মামা বাড়িতেই থাকত।তার আসল বাড়ি পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটিতে। কয়েক মাস আগেই পূজার বিয়ে হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। দেহটির ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর আজ পুরুলিয়াতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিতুড়িয়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Mailing List