রাজভবনে রাজ্যপাল–শিক্ষামন্ত্রী বৈঠক, কী কথা হল দুজনার মধ্যে?

রাজভবনে রাজ্যপাল–শিক্ষামন্ত্রী বৈঠক, কী কথা হল দুজনার মধ্যে?
আনফোল্ড বাংলা প্রতিবেদন : রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল। শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপালের প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়।
এখন রাজ্য–রাজ্যপাল সংঘাত বজায় রয়েছে। তার মধ্যে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একসময় রাজ্যপালকে নাম না করে পাগলা জগাই বলে আক্রমণ করেছিলেন শিক্ষামন্ত্রী।
বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কিছু না জানানো হলেও রাজ্যপাল নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘উচ্চশিক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি রাজ্যে কেমন তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উচ্চশিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে কথা হয়েছে।
Hon'ble MIC Higher Education dept, Govt of #WestBengal Shri @basu_bratya @wbchseofficial called on Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhavan, Kolkata today.
Issues relatable to education were traversed to secure seamless way forward stance enhancing educational scenario. pic.twitter.com/yvxz1rChCv
সূত্রের খবর, বৈঠকে উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উপাচার্য নিয়োগে রাজ্যপালের মনোনীত প্রতিনিধি, একাধিক বিশ্ববিদ্যালয় অধ্যাপক নিয়োগে রাজ্যপালের মনোনীত প্রতিনিধি–সহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। এমনকী আগামী দিনে উচ্চশিক্ষা কোন দিকে যাবে তা নিয়েও আলোচনা হয়েছে। এখানে উপাচার্য নিয়োগ প্রধান ইস্যু ছিল। যা নিয়ে রাজ্যপাল নানা সমস্যা তৈরি করছেন। তবে এবার রাজ্যপাল সহযোগিতা করবেন বলেই শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন।
আর রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাতের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠকে ডাকলেন রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের । আগামী ১৯ মে বিকাশ ভবনে ওই বৈঠক হবে বলে রাজ্যের শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি,উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে।
বৈঠকে আলোচনার বিষয় বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি। শুধু তাই নয়, আলোচনা হতে পারে কেন্দ্রীয় শিক্ষা নীতি নিয়েও। আগামী দিনে উচ্চশিক্ষা কোন দিকে যাবে বৈঠকে সেই বিষয়েও আলোচনা হবে।
সূত্রের খবর রাজ্যে উচ্চশিক্ষায় রাজ্যপালের তরফে সহযোগিতা করা হবে শিক্ষামন্ত্রীকে এদিন সেই বার্তাই দিয়েছেন রাজ্যপাল। রাজ্য- রাজ্যপাল সংঘাতের আবহেই শিক্ষামন্ত্রীর সঙ্গে জগদীপ ধনখড়ের বৈঠক রাজ্যের প্রতি রাজ্যপালের সহযোগিতার বার্তা বলে মনে করছেন ওয়াকিববহাল মহল।
যদিও এই বৈঠক নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছু বলেননি।



