রঙিন মাছ চাষের ব্যবসাতেও এবার সাহায্য করবে সরকার

রঙিন মাছ চাষের ব্যবসাতেও এবার সাহায্য করবে সরকার
01 Sep 2023, 11:30 AM

রঙিন মাছ চাষের ব্যবসাতেও এবার সাহায্য করবে সরকার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্যে রঙিন মাছের ব্যবসায় উৎসাহ দিতে মৎস্য দফতর এধরণের মাছ চাষ ও বিপণনের জন্য অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বনির্ভর গোষ্ঠী বা মৎস্য সমবায় গুলোকে এই কাজের জন্য মোট খরচের ৬০ শতাংশ বা সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে। ব্যক্তিগত উদ্যোগে রঙিন মাছ চাষ ও বিপণনের জন্য সর্বাধিক ৬ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী জানিয়েছেন, অভ্যন্তরীণ মৎস্য চাষের জন্য রাজ্য সরকার যে নতুন নীতি এনেছে সেখানে রঙিন মাছ চাষকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশে রপ্তানির বিপুল সম্ভাবনার কথা মাথায় রেখে মাছের চাষ ও বিপণনে উৎসাহ দিচ্ছে রাজ্য। ইতিমধ্যেই হাওড়া, দক্ষিন ২৪ পরগনা, কোচবিহার সহ বেশ কিছু জায়গায় স্বনির্ভর গোষ্ঠীগুলি রঙিন মাছ চাষ শুরু করেছে।

রঙিন মাছচাষকে বিকল্প পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য সরকার নতুন এই প্রকল্প এনেছে। এই প্রকল্পে শুধু মাছচাষের জন্য অ্যাকোরিয়াম তৈরি নয়, সরকারের পক্ষ থেকে পরিস্রুত জলও সরবরাহ করা হবে। মাছচাষের জন্য জল পরিশোধনের ব্যবস্থাও থাকবে। মৎস দফতর সূত্রে একথা জানা গিয়েছে।

Mailing List