বিশালাকার অজগর উদ্ধার পুরুলিয়ার রঘুনাথপুর থানার কৃষ্ণপুর গ্রাম থেকে

18 Aug 2021, 07:47 PM
বিশালাকার অজগর উদ্ধার পুরুলিয়ার রঘুনাথপুর থানার কৃষ্ণপুর গ্রাম থেকে
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
গ্রামের একটি মুরগি খামারে ঢুকেছিল খাবারের সন্ধানে। কিন্তু বিপদ যে তারই জন্যে ওৎ পেতে আছে বোঝেনি। মুরগি খামারে বেছানো ছিল জালে। আর তাতেই আটকা পড়ে যায় সাপটি।
বুধবার পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর গ্রাম থেকে একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করল রঘুনাথপুর রেঞ্জের বনকর্মীরা। এদিন কৃষ্ণপুর গ্রামের একটি পোল্ট্রি ফার্মের জালে সাপটি আটকে পড়েছিল। খবর পেয়ে রঘুনাথপুর রেঞ্জের বনকর্মীরা গিয়ে জাল কেটে সাপটিকে উদ্ধার করে রঘুনাথপুর রেঞ্জ অফিসে নিয়ে আসে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর সাপটিকে এদিনই গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।



