হাওড়ায় ঘুরে গেল খেলা! প্রধান নির্বাচিত হওয়ার পরেই তৃণমূলে যোগ দিলেন বিজেপির অঞ্জলি রাম!

হাওড়ায় ঘুরে গেল খেলা! প্রধান নির্বাচিত হওয়ার পরেই তৃণমূলে যোগ দিলেন বিজেপির অঞ্জলি রাম!
11 Aug 2023, 03:45 PM

হাওড়ায় ঘুরে গেল খেলা! প্রধান নির্বাচিত হওয়ার পরেই তৃণমূলে যোগ দিলেন বিজেপির অঞ্জলি রাম!

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

সদ্য প্রধান নির্বাচিত হয়েছেন তিনি। আর তারপরই তাঁকে খুঁজে পাচ্ছে না বিজেপি! খোঁজ নিতে গিয়ে জানতে পারেন তিনি এখন তৃণমূলের ঘরে। কারণ, পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হওয়ার পরেই যোগ দেন তৃণমূলে। তৃণমূলও তাঁকে সাদর আহ্বান জানিয়ে দলে ঢুকিয়ে নেয়। এমনই ঘটনা ঘটলো হাওড়ায়। ঘটনায় হতবাক সকলে।

হাওড়ার সাঁকরাইল বাণীপুর-১ নম্বর পঞ্চায়েতে ১২ টি আসন। তার মধ্যে ৬ টি আসনে তৃণমূল জয়ী হয়। বিজেপি পেয়েছিল ৫টি আসন। আর সিপিএম ১টি আসন পায়। সিপিএমের সমর্থন নিয়ে বোর্ড গঠনের আবেদন জানাই বিজেপি। সেই মর্মেই ভোট হয়। বিজেপির তরফে প্রধান হিসাবে দাড় করানো হয় বিজেপির জয়ী প্রার্থী অঞ্জলি রাম কে। আর তাতে দেখা যায় প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির জয়ী প্রার্থী অঞ্জলি রাম। যা থেকে পরিষ্কার যে, বিজেপির দাঁড় করানো প্রার্থীকেই সমর্থন করে তৃণমূল ও সিপিএম। তবে তখনও বুঝতে পারেনি পরের খেলাটা কী হতে যাচ্ছে। প্রধান নির্বাচিত হওয়ার পরেই বিজেপি বুঝতে পারে ঘুরে গিয়েছে খেলা। নব নির্বাচিত প্রধানকেই দলে নিয়ে নিয়েছে তৃণমূল। অঞ্জলি রাম বলেন, ‘‘আমি উন্নয়নের লক্ষ্যে, মানুষের কাজ জন্য স্ব-ইচ্ছাতেই তৃণমূলে যোগ দিয়েছি।’’ ঘটনায় হতবাক সকলে।

 

Mailing List