সমর্থকদের সামনে খেলাটাই বাড়তি অনুপ্রেরণা মহমেডানের

সমর্থকদের সামনে খেলাটাই বাড়তি অনুপ্রেরণা মহমেডানের
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: শনিবার আই লিগের ফাইনাল ম্যাচ। মহমেডানের সামনে লিগ জয়ের হাতছানি। গোকুলামকে হারাতেই হবে।
এই ম্যাচে মহমেডান সদস্য সমর্থকদের পাশাপাশি মাঠে উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গল-মোহনবাগানের কর্মকর্তা ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
শুক্রবার সকালে অনুশীলনের পর কোচ আন্দ্রে জানিয়েছে, "কলকাতায় মহমেডানের বিরুদ্ধে খেলা সব সময়ই কঠিন। তার উপর গোটা স্টেডিয়ামের সমর্থন পাবে মহমেডান। যার ফলে মহমেডান সিবিধা পাবে।" অন্যদিকে মহমেডান কোচ চের্নিশভ বলেছেন, "৪০ হাজার দর্শকের সামনে খেলা কারওর পক্ষেই সহজ নয়। আমাদের সমর্থনে মাঠ ভরে উঠবে। যা বাড়তি অনুপ্রেরনা দেবে আমাদের।" সবমিলিয়ে ধারাবাহিকতা বজায় রেখে ভারত সেরার শিরোপা ছিনিয়ে নিতে মরিয়া মহমেডান স্পোর্টিং ক্লাব।
এদিকে,আসছে নতুন মরশুম । ইনভেস্টর নিয়ে উদ্বেগ বাড়ছে লাল হলুদে। কলকাতা লিগ, তারপর ডুরান্ড, আইএসএল , সুপার কাপ।কি ভাবে দল নামাবে ইস্টবেঙ্গল। শ্রী সিমেন্ট চলে যাওয়ার পরে ক্লাবের নতুন ইনভেস্টর কে হচ্ছে, তা নিয়ে এখনও সরকারিভাবে মুখ খোলেননি লাল-হলুদ কর্তারা। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, ইনভেস্টর ইস্যুতে আমরা একটা রূপরেখা পেয়েছি। কিন্তু চূড়ান্ত কিছু হয়নি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী সবরকমভাবে আমাদের সাহায্য করছেন।'
ইনভেস্টর হিসেবে কাদের সঙ্গে কথা হচ্ছে জিজ্ঞাসা করা হলে লাল-হলুদ শীর্ষ কর্তা বলেন, 'পাঁচ-ছ'জনের সঙ্গে আমাদের কথা হচ্ছে। তাছাড়া ইনভেস্টরের পাশাপাশি টেকনিক্যাল সাপোর্ট পাওয়ার জন্য আমরা বেশ কিছু বিদেশি ক্লাবের সঙ্গেও কথা বলছি, যার মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদও আছে।'



