হুগলি-চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম নেতা অমিয় নন্দীর মৃত্যুতে পুরসভায় ছুটি ঘোষণা করা হল!

হুগলি-চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম নেতা অমিয় নন্দীর মৃত্যুতে পুরসভায় ছুটি ঘোষণা করা হল!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: চুঁচুড়া কনকশালী এলাকার বাড়িতে মঙ্গলবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন হুগলি-চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম নেতা অমিয় নন্দী। মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল ৯৩ বছর। বার্ধক্য জনিত অসুখে ভুগছিলেন তিনি। ১৯৬৯ - ৭৪ এবং ৮০-৮৭ সাল পুরসভার চেয়ারম্যান ছিলেন। রাজ্যের হাউসিং বোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন। প্রাক্তন চেয়ারম্যানের মৃত্যুতে পুরসভায় ছুটি ঘোষনা করা হয়।
বুধবার অমিয় নন্দীর মরদেহ প্রথমে কামারপাড়া সিপিএম কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চুঁচুড়া পুরসভায় নিয়ে যাওয়া হয়। মরদেহে মালা দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরসভার চেয়ারম্যান অমিত রায়, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সহ কাউন্সিলর ও পুরসভার কর্মিরা।
অমিত রায় বলেন, অমিয় নন্দী একজন দক্ষ প্রশাসক ছিলেন। চেয়ারম্যান থাকাকালীন অনেক কাজ করেছেন তিনি। পুরসভার জন্য অনেক পরিকল্পনা তিনি করেছিলেন। খুব ভালো ক্রীড়া প্রশাসকও ছিলেন অমিয় নন্দী। তার পরিবারকে সমবেদনা জানান চেয়ারম্যান। অমিয় নন্দীর মরদেহ দান কল্যানীর নেহেরু হাসপাতালে দান করা হয়।


