পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন শেষ, কারা কোন স্থায়ী সমিতির সদস্য হলেন জেনে নিন

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন শেষ, কারা কোন স্থায়ী সমিতির সদস্য হলেন জেনে নিন
20 Sep 2023, 05:40 PM

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন শেষ, কারা কোন স্থায়ী সমিতির সদস্য হলেন জেনে নিন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্থায়ী সমিতি। বুধবাররই পাঁচজন করে সদস্য নিয়ে স্থায়ী সমিতি গঠন করা হয়েছে। এদিন সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে জেলার বিধায়ক, সাংসদ এবং জেলা পরিষদের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে মাত্র দুজন বিধায়ক উপস্থিত ছিলেন এদিনের সভাতে। বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, সহকারি সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি হাজির ছিলেন।

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৯ টি স্থায়ী সমিতি রয়েছে। তাতে পাঁচজন করে সদস্যকে বেছে নেওয়া হয়েছে।

দলনেতা করা হয়েছে মহম্মদ রফিককে। অধ্যক্ষ করা হয়েছে সেলিমা খাতুন। উপ অধ্যক্ষ মামমনি মান্ডি। আর স্থায়ী সমিতির সদস্যরা হলেন-

স্বাস্থ্য দপ্তরে রয়েছেন আবু কালাম বক্স, রিঙ্কু রুইদাস, মণীষা দে, গনেশচন্দ্র মাইতি এবং মমতা ভুঁইয়া। পূর্ত দপ্তরে নির্মল ঘোষ, আশিস হুদাইত, সবেরাতি, শ্যামল আচার্য এবং প্রতুল দাস। কৃষি দপ্তরে আশীষ হুদাইত, শান্তি টুডু, নির্মল ঘোষ, মণীষা দে এবং হাবিবা বেগম। শিক্ষা দপ্তরে শান্তি টুডু, উষা কুন্ডু, সোমা দেব, শশাঙ্ক খাটুয়া, সোমা শাসমল জানা, নারী ও শিশু দফতরে কল্পনা শিট, শ্রাবন্তী মন্ডল, প্রতিমা দোলই, গীতা গোস্বামী এবং প্রীতিলতা বেরা। বন ও ভূমি দফতরে তপন প্রধান, সেখ সবেরাতি, অসীম ওঝা, বীরেন্দ্রনাথ মাইতি, চন্দন সাহা। প্রাণীসম্পদ দফতরে জ্যোতিষ প্রসাদ মাহাতো, সুদীপা সামন্ত জানা, দুবরাজ সোরেন, সৌমিত্র সিংহ রায়, আজমিরা খাতুন। খাদ্য দফতরে প্রতুল দাস, শান্তুনু দে, ময়না সোরেন, সৌমিত্র সিংহ রায়, অভিজিৎ ধাড়া, বিদ্যুৎ দপ্তরে শঙ্কর দোলই, রাধাকান্ত মাইতি, মায়ারানী আদক, সমিত মাজী, সুনীতা মান্ডি মুর্ম্মু।

জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি বলেন, নিয়ম মেনে এদিন স্থায়ী সমিতির গঠন করা হয়েছে। প্রতি কমিটিতে পাঁচজন করে সদস্য রয়েছেন। জেলা প্রশাসন যেদিন কর্মাধক্ষ্য নির্বাচনের দিন ঘোষণা করবেন সেদিনই কর্মাধ্যক্ষ পদে শপথ গ্রহণ হবে। রাজ্য থেকেও নির্দেশিকা পৌছে যাবে কারা কর্মাধ্যক্ষ হচ্ছেন।

Mailing List