পুরুলিয়ার ধানাড়া গ্রামের অদূর থেকে বিশালাকার অজগর সাপ উদ্ধার করল বনদফতর

পুরুলিয়ার ধানাড়া গ্রামের অদূর থেকে বিশালাকার অজগর সাপ উদ্ধার করল বনদফতর
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
পুরুলিয়ার রঘুনাথপুর রেঞ্জের রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অধীন ধানাড়া গ্রামের অদূরে একটি হরিমন্দিরের সামনে থেকে শুক্রবার একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করল বনদফতর। প্রায় ১০ফুট লম্বা ৩০কেজি ওজনের সাপটি একটি ছাগলকে ধরার চেষ্টা করছিল সেই সময় এক মহিলার নজরে আসতেই সে চিৎকার চেঁচামেচি করতেই গ্রামবাসীরা ছুটে আসেন। তারাই বনদপ্তরে খবর জানালে রঘুনাথপুর রেঞ্জের দান্দুয়া বীটের বনকর্মীরা সাপটিকে উদ্ধার করে রঘুনাথপুর রেঞ্জ অফিসে নিয়ে যায়।রঘুনাথপুর রেঞ্জ অফিসে সাপটিকে কয়েকদিন পর্যবেক্ষণ রাখার পর ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে। এর আগেও ঐ এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার হয়েছিল বলে গ্রামবাসীরা জানান।


