পুরুলিয়ার জয়পুরে হাতির হামলায় মৃতের পরিবারের হাতে চেক তুলে দিল বনদপ্তর
পুরুলিয়ার জয়পুরে হাতির হামলায় মৃতের পরিবারের হাতে চেক তুলে দিল বনদপ্তর
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
হাতির হানায় মৃত পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল পুরুলিয়া বনদপ্তর। প্রসঙ্গত, গত ১১ই মে হাতির হানায় মৃত্যু হয়েছিল বছর ৩৮এর বেবি দেবী নামের এক মহিলার। পুরুলিয়ার জয়পুর থানার অন্তর্গত পিঁপড়াটাঁড় এলাকায় প্রাতঃভ্রমণ করতে এসে সে হাতির কবলে পড়ে যান। হাতি তার উপর আক্রমণ করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই মহিলার। তারপর ওই মহিলার দেহ পুলিশ ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার হাতুয়াড়াতে অবস্হিত গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আরও জানা গিয়েছে, যে ওই মহিলা ঝাড়খন্ড থেকে এখানে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিলো।
বুধবার জয়পুরের ঝালমামড়া গ্রামে সেই মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। জানা যায়,আড়াই লক্ষ টাকার চেক সেই পরিবারের হাতে তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন পুরুলিয়া ডিএফও দেবাশীষ শর্মা, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা সর্বদায় তাঁর পরিবারের পাশে থাকবো। আজকে রাজ্য সরকারের আড়াই লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক পরিবারের হাতে তুলে দেওয়া হলো, বাকি আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে পরিবারকে প্রতিশ্রুতি দেওয়া হয়।



