সবং-এর কালীদহ চড়ায় ফুটবলের আসর জমে উঠেছে

সবং-এর কালীদহ চড়ায় ফুটবলের আসর জমে উঠেছে
আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: বিগত ৫২ বছর ধরে ধারাবাহিক ভাবে কেলেঘাই নদীর চরে সবংএর পশ্চিমে কালীদহ চড়ায় সপ্তাহ ব্যপী ফুটবলের আসর সোমবার শুরু হল। বাগনান,খড়্গপুর, তারকেশ্বর, মেদিনীপুর, তমলুক, হাওড়া, ঝাড়গ্রাম ও বালিচক থেকে মোট আটটি দলের নক্আউট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের সূচনা করেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানসরঞ্জন ভুঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া সহ উপস্থিত ছিলেন সি আই কৃষ্ণেন্দু হোতা, ও সি সুব্রত বিশ্বাস, সবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুকদেব বর্মণ সহ আরো অনেকে। এছাড়াও ওই অনুষ্ঠানে ১ম পুরস্কারের দাতা ( ৫০০০১ টাকা ও ট্রফি) সূর্যকান্ত প্রামানিক ও দ্বিতীয় পুরস্কারের দাতা ( ৩০০০১ টাকা ও ট্রফি ) উত্তম বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন গনেশ প্রামানিক। উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি সহ প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়বৃন্দ। সবং প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় শ্রী শ্রী মনসা পূজা উপলক্ষে এই আয়োজন করেন কালীদহচড়া তপশীলি সমাজ সেবা সংঘ। প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি, দ্বিতীয় পুরস্কার ত্রিশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি ছাড়াও ম্যন অফ দ্যা ম্যচ, ম্যন অফ দ্যা টুর্নামেন্ট, সেরা গোল রক্ষকের পুরস্কারের সাথে সাথে সেরা পুরুষ ও মহিলা দর্শকদের জন্যও রয়েছে বিশেষ পুরস্কার। গ্রাম্য পরিবেশে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থির জন্য রাখা হয় পৃথক বসার ব্যবস্থা। ক্লাব সম্পাদক কহিনুর মণ্ডল বলেন, " বর্তমানে বড় টুর্নামেন্ট ক্রমশ কমছে নানান কারণে। সকলের সহযোগিতায় এই আয়োজন। এলাকার সকলে সহযোগির সাথে সাথে প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা পাই বলেই এতবড় আয়োজন ধারাবাহিক ভাবে চলে আসছে। " ক্লাব সভাপতি জগৎ মাল , সকল সদস্য সদস্যা সহ স্থানীয় জনগন এই টুর্নামেন্টের দিনগুলিতে উপস্থিত থাকেন। উদ্বোধনী ম্যাচে তারকেশ্বর ভোলেবাবা একাদশ বনাম ঝাড়গ্রাম ডিয়ার পার্কের খেলা হয় । সঞ্চালনায় শিক্ষক অরিজিৎ দাস অধিকারীর যথাযথ সংযোজন ও সুমিষ্ট বিচিক শৈলী আরো উপভোগ্য হয়ে ওঠে । তাই ওই ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।


