আগুনের লেলিহান শিখা আলিপুরদূয়ারে, নিমেষে গ্রাস করল দুটি দোকান

আগুনের লেলিহান শিখা আলিপুরদূয়ারে, নিমেষে গ্রাস করল দুটি দোকান
18 Mar 2023, 08:59 PM

আগুনের লেলিহান শিখা আলিপুরদূয়ারে, নিমেষে গ্রাস করল দুটি দোকান

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: অগ্নিকাণ্ড এবার উত্তরবঙ্গের বাজার সংলগ্ন এলাকায়। আগুনে ভস্মিভূত হয়ে গিয়েছে দুইটি দোকান। ঘটনাটি আলিপুরদুয়ারের জটেশ্বর ফালাকাটা সড়কের খারাকদম বাসস্টপ এলাকার। একটি বাইকের গ্যারেজ এবং একটি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরের দিকে প্রথমে ওই বাইকের গ্যারেজে আগুন লাগে। সেই আগুন মুহূর্তের মধ্যে পাশের কাপড়ের দোকানেও ছড়িয়ে পড়ে। আশেপাশের মানুষজন আগুন নেভানোর জন্য ছুটোছুটি শুরু করে দেন। খবর যায় দমকলে। ঘন্টাখানেক পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তার আগেই আগুনে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গিয়েছে ওই দুটি দোকান। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ফালাকাটা দমকল কেন্দ্রের আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন, ফোন করার পরেই সঙ্গে সঙ্গে দমকল ঘটনাস্থলে ছুটে যায়। তবে আমাদের যদি ফোন দেরিতে করা হয় তাহলে কি করতে পারি।

Mailing List