ধর্ষণের মিথ্যা মামলায় বাবাকে জেলে! সত্যতা প্রমাণ হতেই মুক্তি দিল আদালত

ধর্ষণের মিথ্যা মামলায় বাবাকে জেলে! সত্যতা প্রমাণ হতেই মুক্তি দিল আদালত
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ধর্ষণের অভিযোগে নিজের বাবাকেই জেলে খাটিয়েছেন কন্যা। দীর্ঘ ১ বছর জেল খাটার পর অবশেষে সেই ব্যক্তিকে মুক্তি দিল আদালত। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হরিদ্বারে। এই ঘটনার সত্যতা জেনে অবাক বিচারপতি। জেলবন্দি বাবাকে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
২০২১ সালের নভেম্বরে ওই ব্যক্তির স্ত্রী হরিদ্বারের (Haridwar)একটি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বিশেষ কারণে তিনি বাড়িতে না থাকার সুবাদে তাঁর ১৫ বছরের কন্যাকে তাঁর স্বামী একাধিক বার ধর্ষণ করেছেন। এই ঘটনার সত্যতা দাবি করে পুলিশের কাছে বয়ান দেয় নাবালিকা। মেয়েটি জানায়, বাবা তাঁকে খুনের হুমকি দিয়ে মুখ বন্ধ করিয়ে রেখেছিলেন।
এই ঘটনায় পকসো (Pocso)আইনে মামলা হয় হরিদ্বার থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২২ সাল থেকে তিনি জেলে ছিলেন। কিশোরীর মেডিকেল রিপোর্টেও ধর্ষণ বা শারীরিক নিগ্রহের কোনও চিহ্ন মেলেনি। এমনকি শুনানি চলাকালীন দম্পতির কনিষ্ঠা কন্যা আদালতে মা এবং দিদির বিরুদ্ধে সাক্ষ্য দেয়। পরে তদন্তে উঠে আসে, সম্পত্তি নিয়ে দম্পতির মধ্যে বিবাদ লেগেই ছিল। সম্পত্তি হাতাতেই স্বামীর বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের মামলা সাজিয়েছিলেন স্ত্রী। তবে অবশেষে সত্যের জয় হয়। মুক্তি মেলে ব্যক্তির।


