আইপিএল ফাইনালের দিনই এশিয়া কাপের ভাগ্য নির্ধারিত হবে

আইপিএল ফাইনালের দিনই এশিয়া কাপের ভাগ্য নির্ধারিত হবে
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএল শেষেই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ২৮ মে এ বারের ফাইনাল দেখতে অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত হবেন বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কর্তারা। আর ক্রিকেটমহলের মতে, সেখানেই এশিয়া কাপের ভবিষ্যত্ নিয়ে আলোচনা হবে। বিসিসিআই সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ বলেন, '২৮ মে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টরা আইপিএলের ফাইনাল দেখতে হাজির হবেন। আমরা তারপর তাঁদের সঙ্গে বৈঠক করব। এশিয়া কাপ নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে আলোচনা করব।'
আইপিএল ফাইনাল দেখতে আসবেন শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। তারপরেই আলোচনায় বসব সকলে। সূত্রের খবর, পাকিস্তানের হাইব্রিড মডেলেই সায় দিতে পারে বিসিসিআই। গোটা এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব থাকবে পাকিস্তানের হাতেই।
এই বছরের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে ভারতীয় ক্রিকেট দল কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া প্রতিবেশী দেশে যাবে না। সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজন করার দাবি জানিয়েছে বিসিসিআই। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি একটি 'হাইব্রিড মডেল' প্রস্তাব করেছেন এবিষয়ে।অর্থাত্ এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারতের ম্যাচগুলি হবে কোনও নিরপেক্ষ কেন্দ্রে। সেক্ষেত্রে ভারত-পাক ম্যাচও হবে পাকিস্তানের বাইরে কোনও মাঠে। যদিও শোনা গিয়েছিল, এই প্রস্তাব ভারতের পছন্দ হয়নি। এহেন পরিস্থিতিতে পাকিস্তান বোর্ডও হুমকি দেয়, ভারতের বিশ্বকাপ বয়কট করবে তারা।


