কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের পূর্ব বর্ধমান জেলার চাষীরা সুবিধা পেয়েছেন প্রায় ৮২৫ কোটি ৬৮ লক্ষ টাকার!

কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের পূর্ব বর্ধমান জেলার চাষীরা সুবিধা পেয়েছেন প্রায় ৮২৫ কোটি ৬৮ লক্ষ টাকার!
27 Jan 2023, 08:47 PM

কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের পূর্ব বর্ধমান জেলার চাষীরা সুবিধা পেয়েছেন প্রায় ৮২৫ কোটি ৬৮ লক্ষ টাকার! 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি টাকা পাচ্ছে পূর্ব বর্ধমান জেলা। শুধু পূর্ব বর্ধমান জেলার চাষিরা ৮২৫ কোটি ৬৮ লক্ষ টাকার সুবিধা পেয়েছেন। ২ হাজার ৯০৫ জন মৃত চাষির পরিবারকে ৫৮ কোটি ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য হালচাষ শুরুর আগে কৃষকদের কৃষি উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান। এছাড়াও অসময়ে কৃষকের মৃত্যুতে তাঁর পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার চাষিরা এই প্রকল্পে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন। এই প্রকল্পে চাষিদের রবি ও খরিফ মরশুমে আর্থিক সহযোগিতা করা হয়। চলতি মরশুমে কৃষকরা ইতিমধ্যে টাকা পেয়েছেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল বলেন, 'জেলার সব চাষিকেই এই প্রকল্পের আওতায় আনার টার্গেট রয়েছে। অধিকাংশ চাষিই এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। জমির নথি ঠিক না থাকায় কিছু চাষির নাম প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি। তাঁদের সমস্যার সমাধান করে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে।'

কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে নথিভুক্ত কৃষক ও ভাগচাষি এক একর বা তার অধিক কৃষিযোগ্য জমির জন্য বছরে দশ হাজার টাকা সহায়তা পাওয়ার যোগ্য। আগে তা ছিল পাঁচ হাজার টাকা। এক একরের কম জমির জন্য আনুপাতিক হারে সহায়তা পাবেন। তবে বছরে ন্যূনতম চার হাজার টাকা পাবেন। আগে তা ছিল ২ হাজার টাকা। এই টাকা দুই কিস্তিতে পাওয়া যায়। প্রথমটি খরিফ মরশুমে ও দ্বিতীয় কিস্তি রবি মরশুমে দেওয়া হয়। এই সুবিধা পেতে গেলে যে গ্রাম পঞ্চায়েতে সর্বাধিক কৃষিজমি আছে কৃষকদের সেইখানে নিবন্ধীকৃত হতে হবে।

Mailing List